এক্সপ্লোর
স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতিবাদ করায় প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে পুড়িয়ে মারার অভিযোগ

বারাসত: স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে পুড়িয়ে মারার অভিযোগ। গ্রেফতার স্বামী। উত্তর ২৪ পরগনার বারাসাতের ঘটনা। শনিবার রাতে মনসাতলার শ্বশুরবাড়ি থেকে শিক্ষিকা নন্দিতা দে-কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল কসবার একটি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। মৃতের বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, ১৪ বছর আগে মধূসূদন দে-র সঙ্গে বিয়ের পর থেকেই বেতন কেড়ে নেওয়া, স্বামীর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক-সহ নানা কারণে অশান্তি শুরু হয়। তার জেরেই শনিবার শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















