এক্সপ্লোর
Advertisement
সাবধান! নতুন কায়দায় ব্যাঙ্ক প্রতারণা, মোবাইলে লিঙ্ক পাঠিয়ে হ্যাকিং, তারপর অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা
কলকাতা: এবার নতুন কায়দায় ব্যাঙ্ক প্রতারণার ছক। কল্যাণীর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। লিঙ্ক পাঠিয়ে, মোবাইল হ্যাক করে হয়েছে প্রতারণা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
উত্তর ২৪ পরগনার ঘোলা থানার ঘটনা। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অরপ্রিয় বর্মনের দাবি, দিনকয়েক আগে ই-কমার্স সাইটের মাধ্যমে ওটিপি সহ তাঁর মোবাইলে পরপর চারটি লিঙ্ক পাঠানো হয়। ঘাবড়ে গিয়ে ব্যাঙ্কে ছুটে যান ওই পড়ুয়া। অভিযোগ, এরপর বৃহস্পতিবার ব্যাঙ্কের নাম করে তাঁর কাছে ফোন আসে। ওই ব্যক্তির কাছ থেকে নিজের অ্যাকাউন্ট নম্বর জেনে হতবাক হয়ে যান ওই ছাত্র। ফোন কেটে দেওয়ার পরেই তাঁর মোবাইলে চারটি এসএমএস আসে। কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে ৫ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ও ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন ওই পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, টাকা হাতানোর জন্য ই-কমার্স সংস্থার নামে তৈরি করা হয় ভুয়ো ট্রানজাকশন আইডি। তদন্তে ব্যারাকপুর কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement