এক্সপ্লোর
গরমে বাড়বে মশাবাহিত রোগের প্রকোপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিতে চলেছে পুরসভা

কলকাতা: গরমে বাড়তে পারে মশাবাহিত রোগের প্রকোপ। আশঙ্কাপ্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। পাশাপাশি, ডেঙ্গি-সহ মশাবাহিত রোগ নির্ণয়ে গরমিল রুখতে নয়া উদ্যোগ নিয়েছে পুরসভা। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাব ও চিকিৎসকদের কাছে চিঠি পাঠাতে চলেছে পুরসভা। চিঠিতে নির্দেশ, মশাবাহিত রোগ সনাক্ত করার জন্য রক্ত পরীক্ষার পর ৮ দিন নমুনা রেখে দিতে হবে। পুরসভা মনে করলে, ফের ওই রিপোর্ট পরীক্ষা করবে। ১২০০-র কাছাকাছি চিকিৎসকের কাছেও যাচ্ছে এই চিঠি। চিকিৎসকদের বলা হবে, মশাবাহিত রোগ সনাক্ত করার রক্ত পরীক্ষার ক্ষেত্রে পুরসভার ক্লিনিককেই অগ্রাধিকার দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















