অমানবিক! পার্কে পুড়ছেন বৃ্দ্ধা, আগুন নেভাতে এগিয়ে এলেন না কেউ
কলকাতা: শরীরে দাউদাউ করে জ্বলছে আগুন। যন্ত্রণায় ছটফট করছেন এক বৃদ্ধা। শুক্রবার কাকভোরে ঘর থেকে বেরিয়েই এই মর্মান্তিক দৃশ্য দেখে শিউরে ওঠেন বিজয়গড়ের বাসিন্দারা। পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার নাম কল্পনা বর্ধন। বাড়ি এই পার্কের ঠিক পাশেই। এদিন ভোর চারটে-সাড়ে চারটে নাগাদ তিনি বাড়ির বাইরে বেরিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করে নেয় কল্পনা বর্ধন নামে ওই বৃদ্ধার পুরো শরীর। পার্কের এই জায়গায় পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যেই একজন ১০০ ডায়ালে ফোন করেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, পুড়ে কালো হয়ে যাওয়া শরীরে তখন আর প্রাণের ধুকপুকুনি অবশিষ্ট ছিল না। চিকিৎসকরা কল্পনা বর্ধনকে মৃত ঘোষণা করেন। কিন্তু, ৭২ বছরের এই বৃদ্ধা এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন কেন? পরিবারের সদস্যরা জানিয়েছেন, বছর তিনেক আগে কল্পনা বর্ধনের গলব্লাডারের অপারেশন হয়। তারপর থেকে উচ্চরক্তচাপ সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, কল্পনা বর্ধন তাঁর বাড়ির একতলায় একাই থাকতেন। ছেলে থাকত ওপরের তলায়। বৃদ্ধা প্রায়শই গল্প করতে বা সিরিয়াল দেখতে পাশের বাড়িতে যেতেন। তাহলে কি বার্ধক্যে এসে টানা রোগভোগ ও একাকীত্বই কল্পনা বর্ধনকে অবসাদের দিকে ঠেলে দিয়েছে? সেইজন্যই কি তিনি আত্মহত্যার রাস্তা বেছে নেন? জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর মধ্যে আবার অভিযোগ উঠেছে, বৃদ্ধাকে জলন্ত অবস্থায় দেখার পরও তাঁর প্রতিবেশীরা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। যা শুনে অনেকেই চমকে উঠেছেন। যদিও, স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা যথাসাধ্য চেষ্টা করেন। একদিকে পাশের বাড়ির মানুষটার মৃত্যুর শোক, অন্যদিকে চোখের সামনে তাঁকে জ্বলতে দেখার আতঙ্ক। সব মিলিয়ে বিজয়গড় এখন থমথমে।