এক্সপ্লোর
লক্ষ্মীপুজোর দিনে অসাবধানে প্রদীপের শিখা থেকে শাড়িতে আগুন, মৃত্যু মহিলার
লক্ষ্মীপুজোর দিনেই লক্ষ্মীহারা পরিবার!সামান্য অসাবধানতা বয়ে আনল বিরাট বিপদ!প্রদীপের শিখা থেকে সিল্কের শাড়িতে আগুন!৮৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: লক্ষ্মীপুজোর দিনেই লক্ষ্মীহারা পরিবার!সামান্য অসাবধানতা বয়ে আনল বিরাট বিপদ! প্রদীপের শিখা থেকে সিল্কের শাড়িতে আগুন!৮৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। ঘরে ঘরে উলুধ্বনি। চলছে ধনলক্ষ্মীর পুজো। তারই মধ্যে যাদবপুরের ইব্রাহিমপুর রোডের বাসিন্দা দোলা মিত্রের বাড়ি থেকে ভেসে আসে আর্তচিৎকার। পরিবারের লোকজন ছুটে এসে দেখেন, দাউদাউ করে জ্বলছেন তিনি। অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে শহরের ৩টি হাসপাতালে ঘুরেও, ভর্তি করতে ব্যর্থ হয় পরিবার। শেষপর্যন্ত চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ মহিলাকে ভর্তি করা হলেও ততক্ষণে সব শেষ!চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। পরিবারের আক্ষেপ, ঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো লক্ষ্মী পুজোর দিন হারাতে হত না ঘরের লক্ষ্মীকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















