ফের মহিলা যাত্রীর 'শ্লীলতাহানি' অ্যাপ-বাইক চালকের, কড়েয়া থেকে গ্রেফতার অভিযুক্ত
অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকেন বাইক চালক
![ফের মহিলা যাত্রীর 'শ্লীলতাহানি' অ্যাপ-বাইক চালকের, কড়েয়া থেকে গ্রেফতার অভিযুক্ত Kolkata: App-Based Biker Accused Woman Passenger Molest Arrested ফের মহিলা যাত্রীর 'শ্লীলতাহানি' অ্যাপ-বাইক চালকের, কড়েয়া থেকে গ্রেফতার অভিযুক্ত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/29154248/garfa-app-bike-arrested-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এক সপ্তাহে ৩ বার! সোম ও বুধের পর শুক্রবার। এবার ভর দুপুরে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। কলকাতায় ফের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। গ্রেফতার অ্যাপ নির্ভর বাইকের চালক।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী শুক্রবার দুপুর ১টা নাগাদ বেলেঘাটা থেকে সেলিমপুরে বাড়ি ফেরার জন্য একটি অ্যাপ নির্ভর মোটরবাইকে ওঠেন। অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকেন চালক।
আপত্তি জানালে কালিকাপুরে এসে চালক জোর করে নামিয়ে দেন। এই নিয়ে দু’জনের বচসা হয়। তরুণীর অভিযোগ, ভাড়া দেওয়ার সময় তাঁর শ্লীলতাহানি ও কটূক্তি করা হয়। ছুড়ে দেওয়া হয় ফেরতের টাকা।
ঘটনার পর ১০০ ডায়ালে ফোন করে অভিযোগ জানান ওই তরুণী। ঘটনায় শনিবার অভিযুক্ত ধীরজ কুমার রামকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ। তাঁর বাড়ি কড়েয়া এলাকা। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, হুমকি, কটূক্তির ধারায় মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও।
এর আগে একই রকম ঘটনা ঘটে সোম ও বুধবার রাতে। সোমবার রাতে আলিপুর থেকে গড়ফা যাওয়ার জন্য একটি অ্যাপ নির্ভর বাইক বুক করেন এক তরুণী। অভিযোগ, পথে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন চালক।
বুধবার রাতেও এক তরুণী যাত্রীর সঙ্গে অভব্য আচারণ ও মারধরের অভিযোগ ওঠে রিজেন্ট পার্ক থানা এলাকায়। ২টি ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)