মর্মান্তিক! বিয়ের কেনাকাটা সেরে ফেরার পথে স্কুটার দুর্ঘটনায় মৃত্যু কনের, আশঙ্কাজনক হবু বর
একটা দুর্ঘটনা সব তছনছ করে দিল, নিমেষে মিলিয়ে গেল সব আনন্দ....
কলকাতা: কিছুদিনের মধ্যেই চার হাত এক হওয়ার কথা ছিল। বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল আনন্দ। কিন্তু, একটা দুর্ঘটনা সব তছনছ করে দিল। বিয়ের কেনাকাটা সেরে ফেরার পথে দুর্ঘটনা। মৃত্যু কনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর প্রেমিক।
মৃত তরুণীর নাম ঋত্বিকা মজুমদার। বয়স ২০। বাড়ি হাওড়ার বালিতে। পেশায় ছিলেন এয়ারহোস্টেস। কিন্তু লকডাউনের সময় কাজ চলে যায়।
পরিবার সূত্রের খবর, প্রেমিকের সঙ্গে স্কুটারে চেপে কলকাতায় বিয়ের বাজার করতে এসেছিলেন ঋত্বিকা।
মঙ্গলবার রাত সোয়া ৯টার সময় খিদিরপুর রোডের ফারলং গেট এলাকায় তাঁদের স্কুটারে ধাক্কা মারে একটি গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় তরুণী ও তাঁর প্রেমিককে হাওড়ার নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তরুণীর।
বাড়ির মেয়ের মৃত্যুশোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিন রাতে আলিপুর থানা এলাকার বেলভেডিয়ার রোড ও লেক থানা এলাকার লর্ডসের মোড়েও দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান দুই বাইক আরোহী।
পুলিশ সূত্রে খবর, লেক থানা এলাকায় দুর্ঘটনায় মৃত সায়ন দণ্ডপাট নামে ১৯ বছরের এই তরুণের মাথায় হেলমেট ছিল না। অন্যদিকে, আলিপুরে বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে ধাক্কা মারে মোটরবাইক। মৃত্যু হয় জয়কিশোর শর্মা নামে ২৫ বছরের এক যুবকের।