ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত", ট্যুইট রাজ্যপালের
"কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন", তোপ ধনকড়ের
কলকাতা: দুর্নীতি দমন আইনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়াল। গতকাল রাতে লেক থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আয়কর সংক্রান্ত প্রচুর নথি। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। এই মামলায় নাম জড়ায় আয়কর দফতরের এক শীর্ষ কর্তাও। পুলিশের দাবি, আয়কর দফতরের তরফে বিভিন্ন জায়গায় অভিযানের পর, রফায় বসতেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়াল। ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হত। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Alarmingly worrisome inputs from CA fraternity-politically inspired operation overzealousy afoot @KolkataPolice headed #DD targets CAs-strategy-fishing for material to handicap team members that raided mafia #coal #cattle.
Why forget “Be ye never so high, the law is above you.” — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 22, 2020
এদিকে এই গ্রেফতারি নিয়েও শুরু রাজ্য-রাজ্যপাল চাপানউতর। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের গ্রেফতারিকে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন জগদীপ ধনকড়। রাজ্য প্রশাসনকে আক্রমণ করে জগদীপ ধনকড়ের ট্যুইট, রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকান্ট্যান্টকে গ্রেফতার করেছে। কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন। উর্দিধারী সুবিধাভোগীরা কয়লা-গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে ভোঁতা করে দিতে চাইছে। এই প্রবণতা বিপজ্জনক। রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার সময় এই রাজ্যের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েছি। প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, তা দেখা আমার কাজের মধ্যে পড়ে।
Beneficiaries in ‘uniform’ and power in preemptive mode to compromise team members #coal #cattle mafia raids to neutralize or impede actions against them.
Those spearheading this extra legal antidotal operation are oblivious that these misadventures are often counterproductive. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 22, 2020
To vindicate my oath to “preserve, protect and defend the Constitution and the law....and devote to the service and well-being of the people of the State, would take all steps so that public servants are politically neutral and governance @MamataOfficial is as per constitution.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 22, 2020