LPG Price Hike: ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেল
করোনার ঝাপটায় দেশের অর্থনীতি বেহাল, এই পরিস্থিতিতে রান্নার গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের কাছে গোদের ওপর বিষফোঁড়ার মতো...
![LPG Price Hike: ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেল LPG Price in Kolkata Domestic Cylinder Price Rises By Rs 25 Petrol Diesel Reach Record High LPG Price Hike: ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/04130945/petrol-gas.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাজেটের পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা।
এতদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে এর দাম ২৫ টাকা বেড়ে হল ৭৪৫.৫০টাকা।
এই নিয়ে ডিসেম্বর থেকে তিন দফায় সিলিন্ডারপিছু দাম বাড়ল। এর আগের দু'দফায় বেড়েছিল ১০০ টাকা।
৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়াল ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্য়াস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৫৯৮.৫০ টাকা।
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি বেহাল। চাকরি হারিয়েছেন অনেকে। এই অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের।
একইসঙ্গে কলকাতায় নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছল জ্বালানির দাম। পেট্রোলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হল ৮৮.০১ টাকা।অন্যদিকে, ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে হল ৮০.৪১ পয়সা।
পেট্রোল-ডিজেলের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে? এই প্রশ্ন এখন ঘুরছে আম জনতার মুখে মুখে।
করোনার ঝাপটায় দেশের অর্থনীতি বেহাল। চাকরি হারিয়ে প্রায় পথে বসার মতো অবস্থা বহু মানুষের। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের কাছে গোদের ওপর বিষফোঁড়ার মতো।
কারণ, জ্বালানির দাম বাড়া মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। অর্থাৎ সরাসরি হেঁসেলে ধাক্কা।
পেট্রোল-ডিজেলের দাম কি শীগগির কমবে? আরও কতদিন সহ্য করতে হবে জ্বালানির দামের এই জ্বালা? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে মধ্যবিত্ত।
উত্তরবঙ্গ সফররত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও উঠে এসেছে জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। তিনি বলেন, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। কৃষক-শ্রমিক মরছে।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, কেরোসিনে ভর্তুকি তুলে দিয়েছে, পেট্রোল-ডিজেলে সেস বসিয়েছে। ওরা জমিদারের পার্টি, গরিবের নয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)