Prayagraj Train Chaos: AC কামরার দরজা না খোলায় ভাঙল কাঁচ, ফের প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার
Maha Kumbh Mela 2025: পুণ্যার্থীদের নিয়ে বিহারের জয়নগর থেকে ছেড়েছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। গতকাল সন্ধেয় ট্রেন মধুবনি স্টেশনে পৌঁছতেই এই ঘটনা ঘটে।

নয়াদিল্লি: ফের কুম্ভগামী ট্রেনে তুলকালাম বাঁধব। মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ওঠা নিয়ে বিবাদ হয়। এসি কামরার দরজা না খোলায় ট্রেন ভাঙচুর চালানো হয়। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ফের প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার। বিহারের মধুবনি স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে ওঠা নিয়ে বিবাদ। কামরার দরজা না খোলায় ট্রেনে ভাঙচুর চালালেন ক্ষুব্ধ যাত্রীরা। ভেঙে দেওয়া হয় AC কামরার কাচ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আতঙ্কের ছবি। পুণ্যার্থীদের নিয়ে বিহারের জয়নগর থেকে ছেড়েছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। গতকাল সন্ধেয় ট্রেন মধুবনি স্টেশনে পৌঁছতেই এই ঘটনা ঘটে। AC কামরার দরজা না খোলায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানলার কাচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। কাচের টুকরো লেগে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এর আগে প্রয়াগরাজে শিপ্রা এক্সপ্রেসে চরম হেনস্থার শিকার হন দমদমের একটি নাট্যদলের কর্মীরা।
এর আগে ট্রেনের এসি কামরায় চরম হেনস্থার শিকার হন বাঙালি নাট্য়কর্মীদের একাংশ। অভিযোগ, উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই এসি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভিড়। প্রতিবাদ করায় জোটে মার। চুরি যায় ল্যাপটপ-সহ বিভিন্ন মূল্যবান জিনিস। এমনকী সাহায্য় চাইলেও এগিয়ে আসেনি RPF। কাজ হয়নি রেলের টোল ফ্রি নম্বর, ইমেল, এমনকী ওয়েবসাইটের মাধ্য়মে অভিযোগ জানিয়েও। উল্টে মার খেতে হয়েছে RPFএর হাতেও। এই ছবিটা শিপ্রা এক্সপ্রেসের এসি কামরার। দমদমের এই নাট্য়দলের দাবি, কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে অংশ নিতে ভোপালে গিয়েছিলেন তাঁরা । অভিযোগ সেখান থেকে ফেরার পথে, ট্রেন উত্তরপ্রদেশ ঢোকার পরই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁদের।এরপর প্রয়াগরাজে ট্রেন পৌঁছতেই ফের শুরু হয় সমস্য়া । অভিযোগ, নাট্য়দলের মহিলা কর্মীকেও চূড়ান্ত হেনস্থা করা হয়। নাট্য়কর্মী শ্রেয়া সাহা বলেন, "গুমো স্টেশনে উঠে ঘোমটা দিয়ে ওঠে। বলে কারা টিকিট নিয়ে ঝামেলা করেছিস। কারও গায়ে চিমটি কাটছে। ঘোমটা তুলে দেখছে। এবিষয়ে রেল আধিকারিক একলব্য় চক্রবর্তী জানান, "এই রকম ঘটনা শুনেছি। পুরোটা জানি না। ওখানকের জিএম জদেখেছে। আমাদের স্ট্রে ঘটনা হিসেবে দেখছি। যাত্রীদের কাছে আবেদন হেল্প লাইন।''
আরও পড়ুন: Kolkata Fire: শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
