Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Maipith Tiger Attacked: মৈপীঠে ফের বাঘের হামলা,বাঘের মুখে বনকর্মী !

পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘের মুখে বনকর্মী। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
কথায় বলে, যমে মানুষে টানাটানি। আর, এ যেন বাঘে মানুষে টানাটানি ভয়ঙ্কর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনা। বাঘের মুখে অস্থায়ী বনকর্মী।চোখের পলকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। মুহুর্তের মধ্যে লাফ দিয়ে এসে কামড়ে ধরে। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের হামলায় গুরুতর জখম হলেন বনকর্মী।রবিবার, মৈপীঠের নগেনাবাদে নদীবাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করেন বন দফতরের কর্মীরা।
মৈপীঠের নগেনাবাদের পাশে রয়েছে মাকড়ী নদী, আর ওপারে আজমলমারীর জঙ্গল।মৈপীঠ বাসিন্দা মধুসূদন নন্দী বলেন , 'ভীষণ আতঙ্কে আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাতে তো বের হতে পারি না ভয়ে।' সোমবার, সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণরায়ের বাহনের।জঙ্গলের আলো-আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই, মুহুর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ।
ভিডিওয় দেখা যাচ্ছে, লাঠি হাতে বেশ কয়েকজন বনকর্মী বাঘটিকে তাড়ানোর চেষ্টা করছেন। তখনই, এক বনকর্মীকে আক্রমণ করে বাঘটি।রীতিমতো ছিটকে মাটিতে পড়ে যান তিনি।আর তখনই, সহকর্মীকে বাঁচাতে বাঘকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় অন্য বনকর্মীদের। তাতে কাজ হয়। বনকর্মীকে ছেড়ে দিয়ে পালায় বাঘ।
আরও পড়ুন, মাধ্যমিকের সকালে শীতের আমেজ, আগামী ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী পারদ, কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেন, 'অতর্কিতে এসেছিল তাই প্রস্তুতির অভাব ছিল...বাঘ ঘুরে চার্জ করেছে, দুর্ঘটনা ঘটে গেছে।'গুরুতর জখম অবস্থায় এই অস্থায়ী বনকর্মীকে প্রথমে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে।বাঘের অবস্থান জানতে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। বাঘ ধরার জন্য ট্রাঙ্কুলাইজিং টিম আনা হয়েছে, বলে জানিয়েছে বন দফতর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
