এক্সপ্লোর
Advertisement
ফের এসএসকেএমে ভর্তি হলেন অসুস্থ মদন মিত্র
কলকাতা: অসুস্থ মদন মিত্র। আজ বিকেলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আলিপুর সেন্ট্রাল জেলের সুপার দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, গতকাল দিনভর অসুস্থ ছিলেন মদন মিত্র। তাঁর উচ্চরক্তচাপজনিত সমস্যা ও বুকে ব্যথা হচ্ছিল। আজ বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে, এসএসকেএম থেকে চিকিৎসকদের একটি দল তাঁকে দেখতে আলিপুর জেলে যান। তাঁদের সুপারিশেই এই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মদন মিত্রকে কার্ডিওলজি বিভাগের এসি-১ কেবিনে রাখা হয়েছে।
গত পরশু, পঞ্চম দফা ভোটগ্রহণের ঠিক আগের দিন জেলবন্দি মদন মিত্রকে এসএসকেএমে ভর্তি করাতে উদ্যোগ নেওয়া হয়। যার ফলস্বরূপ, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ২১ নম্বর কেবিনকে ফের নতুন করে সাজানোর কাজ শুরু হয়। জেল সূত্রে খবর, কামারহাটির তৃণমূল প্রার্থীকে এসএসকেএমে পাঠানোর নির্দেশ পেয়ে রবিবার দুপুরে তড়িঘড়ি জেলে হাজির হন জেল সুপার। কিন্তু, পরিস্থিতি বেগতিক দেখে সতর্ক হয়ে যান তিনি।
এদিকে, জেল কর্তৃপক্ষের তরফে বার্তা পেয়ে, দুপুরে জেলে যান এসএসকেএমের কার্ডিওলজিস্ট, চেস্ট, এন্ডোক্রেনোলজি, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা। তাঁরা জানান, এসএসকেএমে স্থানান্তর করার মতো অসুস্থ নন মদন মিত্র। এসএসকেএম সূত্রে খবর, পরীক্ষার পর এসএসকেএমের চিকিৎসকরা মনে করেননি, মদনকে স্থানান্তরের প্রয়োজন রয়েছে। যদিও দিনভর নাটকের শেষে আলিপুর জেলের সুপারের দাবি, মদন মিত্রর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। তিনি জেলেই চিকিৎসা করাতে ইচ্ছুক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement