এক্সপ্লোর
পুজোর আগে স্বস্তি মদন মিত্রের, জামিন খারিজের মামলার শুনানি শুরুর দিন ধার্য হবে ৫ অক্টোবর

কলকাতা: পুজোর আগে স্বস্তি মদন মিত্রর। জামিন খারিজের মামলার শুনানি শুরুর দিন ধার্য হবে ৫ অক্টোবর। পরদিন থেকে হাইকোর্টে শুরু হচ্ছে পুজোর ছুটি। বিচারপতি নিশীথা মাত্রের এজলাসে মদন মিত্রকে মামলার হলফনামার কপি-সহ অন্যান্য নথি দিতে চেয়ে আজ আবেদন জানায় সিবিআই। আবেদন মঞ্জুর করে ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। বিচারপতি নিশীথা মাত্রে জানিয়েছেন, ওই দিন মদন মিত্রর জামিন খারিজের মামলার নিয়মিত শুনানির দিন ধার্য হবে। এর আগে প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তর এজলাসে মদন মিত্রর জামিন খারিজের মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















