এক্সপ্লোর
Advertisement
মমতার মন্ত্রিসভায় এবার ছাঁটাই কয়েকজন পুরনো, জায়গা নতুনদের
কলকাতা: আগামীকাল রেড রোডে শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই শপথ নেবেন ৪২ জন। এই তালিকায় এবার গতবারের থেকে বেশ কিছু রদবদল করেছেন মমতা। একদিকে যেমন রাখা হয়েছে অনেক নতুনদের, তেমনই বাদ পড়েছেন বহু পুরনোরা।
শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা তো আছেনই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের মন্ত্রিসভায় রয়েছেন আরও একঝাঁক নতুন মুখ। যেমন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়ি কেন্দ্র থেকে জিতে এবার তিনি মন্ত্রী। রবীন্দ্রনাথের মতো তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের জেমস কুজুর। প্রাক্তন এই পুলিশ কর্তা কুমারগ্রাম থেকে জিতে একেবারে মমতার মন্ত্রিসভায়। প্রাক্তন ক্রিকেটারও মন্ত্রী। ময়দান থেকে ভোটের ময়দানে এসে সাফল্য পাওয়া লক্ষ্মীরতন শুক্ল এবার জায়গা পেয়েছেন মমতার মন্ত্রিসভায়। হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীর প্রথমবার জিতেই মন্ত্রিত্বলাভ। হুগলির চন্দননগর থেকে জিতে এবার মন্ত্রী হচ্ছে ইন্দ্রনীল সেনও। কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে জোড়া ফুল ফুটিয়েছেন তিনি। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবার মন্ত্রী। এছাড়াও মমতার এবারের মন্ত্রিসভায় আরও বেশ কিছু নতুন মুখ রয়েছে।
যেমন -- হুগলির সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, নদিয়ার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অবনী জোয়ারদার, হুগলির ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, পুরুলিয়ার মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু,বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক শ্যামল সাঁতরা, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি এবং দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। মালদা থেকে তৃণমূল এবার একটিও আসন পায়নি। সেখান থেকে এবার কেউ মন্ত্রী হচ্ছেন না। শুক্রবার মমতা-সরকারের শপথগ্রহণ। শপথ নেবেন ৪২ জন মন্ত্রী।
তবে উল্টোটাও আছে। অনেকে এমনও আছেন, যাঁরা গতবার মন্ত্রী থাকার পর এবার ভোটে জিতেও মন্ত্রিসভায় ঠাঁই পাননি। যেমন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হুগলির সিঙ্গুর থেকে এবারও তিনি জিতেছেন। কিন্তু, এবার তিনি মন্ত্রিসভায় নেই। রচপাল সিংহ গতবার মন্ত্রী ছিলেন। এবার তিনি জিতেছেন হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে। অথচ, এবার মন্ত্রিসভায় তাঁর নাম নেই। তেমনই হুগলির হরিপাল থেকে গতবার জিতে মন্ত্রী হয়েছিলেন বেচারাম মান্না। এবারও সেই হরিপাল থেকেই জিতেছেন বেচারাম। কিন্তু, এবার তিনি মন্ত্রী হচ্ছেন না। হায়দার আজিজ সফি গতবার মন্ত্রী ছিলেন। এবারও তিনি জিতেছেন। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে। কিন্তু মমতা-মন্ত্রিসভায় এবার তিনি নেই। এবারের মন্ত্রিসভায় নেই রবিরঞ্জন চট্টোপাধ্যায়ও। গতবার তিনি মন্ত্রী ছিলেন।
এবারের মন্ত্রিসভায় নেই রবিরঞ্জন চট্টোপাধ্যায়ও। গতবার তিনি মন্ত্রী ছিলেন। এবার জিতেছেন বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে। কিন্তু মন্ত্রী হচ্ছেন না। মন্ত্রিত্ব পাচ্ছেন না গতবারের মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদারও। তিনি জিতেছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে। গতবার মন্ত্রী ছিলেন সুকুমার হাঁসদা। তিনি এবারও জিতেছেন ঝাড়গ্রাম থেকে। তবে, এবার মমতার মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি। ঠিক যেভাবে গতবারের মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা এবার মন্ত্রিত্ব পাননি। তিনি জিতেছেন নদিয়ার নবদ্বীপ কেন্দ্র থেকে।
এক নজরে মমতার মন্ত্রিসভা
- অমিত মিত্র
- পার্থ চট্টোপাধ্যায়
- সুব্রত মুখোপাধ্যায়
- শোভনদেব চট্টোপাধ্যায়
- অবনী জোয়ারদার
- ফিরহাদ হাকিম
- অরূপ বিশ্বাস
- গৌতম দেব
- শোভন চট্টোপাধ্যায়
- আব্দুর রেজ্জাক মোল্লা
- জ্যোতিপ্রিয় মল্লিক
- শুভেন্দু অধিকারী
- জাভেদ খান
- বিনয়কৃষ্ণ বর্মন
- সাধন পাণ্ডে
- পূর্ণেন্দু বসু
- রবীন্দ্রনাথ ঘোষ
- ব্রাত্য বসু
- অরূপ রায়
- শান্তিরাম মাহাত
- চন্দ্রনাথ সিংহ
- চূড়ামণি মাহাত
- রাজীব বন্দ্যোপাধ্যায়
- তপন দাশগুপ্ত
- স্বপন দেবনাথ
- শশী পাঁজা
- মন্টুরাম পাখিরা
- সিদ্দিকুল্লা চৗধুরী
- অসীমা পাত্র
- বাচ্চু হাঁসদা
- জাকির হোসেন
- লক্ষ্মীরতন শুক্ল
- ইন্দ্রনীল সেন
- আশিস বন্দ্যোপাধ্যায়
- সৌমেন মহাপাত্র
- মলয় ঘটক
- জেমস কুজুর
- গোলাম রব্বানি
- গিয়াসউদ্দিন মোল্লা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement