নবান্নে উর্জিত, নোটের জোগান নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ মমতার
কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। বৃহস্পতিবার আরবিআই গভর্নরকে সামনে পেয়ে নোট বাতিল নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে কম নোটের জোগান নিয়ে প্রথমেই পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, পক্ষপাতিত্ব হচ্ছে। অসমকে দিচ্ছে। আমাদের দিচ্ছে না। কোন রাজ্যে কত নোট সাপ্লাই জানান। নোট বাতিলের পর এই প্রথমবার উর্জিত পটেলের সঙ্গে বৈঠক হল মমতার। রঘুরাম রাজন চলে যাওয়ার পর কোথাও কি রিজার্ভ ব্যাঙ্কের স্বতন্ত্র সত্ত্বাটাই কি নষ্ট হয়ে গিয়েছে? উর্জিত পটেলের গলায় কি গভর্নর কম, সরকারের কথাই বেশি শোনা যাচ্ছে? এরকম নানা প্রশ্ন যখন নানা মহলে ঘোরাফেরা করছে তখন উর্জিত পটেলকে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, কিন্তু টেকনিক্যালি ওনার করা উচিত নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঐতিহ্যশালী সংস্থা। একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? বৃহস্পতিবার সরাসরি এই প্রশ্নটাই আরবিআই গভর্নরকে করেন মমতা। পরে সাংবাদিকদের সামনে মমতা দাবি করেন, (উর্জিত) আমার কথার কোনও উত্তর দিতে পারেননি। সপ্তাহ খানেক আগে যেভাবে সাংবাদিক বৈঠকে কড়া প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, বুধবার কলকাতায় আসার পরও একইভাবে বারবার সাংবাদিকদের এড়িয়ে যান উর্জিত পটেল! প্রথামাফিক সাংবাদিক বৈঠক পর্যন্ত করেননি! ঘুরিয়ে সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ওনারা তো সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন না। শুধু মুখে বলাই নয়, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের হাতে পাঁচ পাতার একটি কড়া চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, অমর্ত্য সেনের নাম না করে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদরা পর্যন্ত নোট বাতিলের বিরোধিতা করছেন। সম্প্রতি গুজরাতের গ্যাস প্রকল্প নিয়ে কেলেঙ্কারির অভিযোগে সরব হয়েছিলেন মমতা! সেই সময়ই তাঁর মুখে উঠে এসেছিল আরবিআই গভর্নর উর্জিত পটেলের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রেক্ষিতে বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী নিতিন পটেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে চাননি। বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কড়া বার্তা শোনার পর সন্ধেয় ফেরার সময় কলকাতা বিমানবন্দরে কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন! তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়! এর আগে সকালে আরবিআইয়ের সামনে বিক্ষোভ দেখায় বাম ও তৃণমূল। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে জমায়েত হন বাম নেতারা। গেট থেকে একটু দূরে নোট বাতিলের প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁরা। তার প্রায় আধ ঘণ্টা আগে রিজার্ভ ব্যাঙ্কে পৌঁছে গিয়েছেন গভর্নর উর্জিত পটেল। তবে সাংবাদিকদের এড়াতে তাঁকে ঢোকানো হয় আউট গেট অর্থাৎ বেরনোর রাস্তা দিয়ে। তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি বাম থেকে তৃণমূল। ঘণ্টাখানেক বিক্ষোভ দেখিয়ে সাড়ে দশটা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় বামেরা। এরপর ১২টা নাগাদ বিধানসভা থেকে মিছিল করে রিজার্ভ ব্যাঙ্কের দিকে রওনা দেন তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীরা। মুখে মোদী বিরোধী স্লোগান। রিজার্ভ ব্যাঙ্কের সামনে টানা প্রায় একঘণ্টা বিক্ষোভ দেখান তারা। সুর চড়ান নোট বাতিলের ফলে মানুষের দুর্ভোগ নিয়ে। সন্ধেয় ফেরার সময় আবার বিমানবন্দর চত্বরে উর্জিত পটেলকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। এদিন বিমানবন্দরের টোল গেট পেরিয়ে হঠাৎই কনভয় থেকে বেরিয়ে যায় উর্জিত পটেলের গাড়ি।থ্রি সি গেট দিয়ে ঢোকার কথা থাকলেও, আরবিআই গভর্নরের গাড়ি চলে যায় ফাইভ এ গেটের সামনে। সেখানেই তাঁকে ঘিরে কালো পতাকা দেখায় কংগ্রেস। শেষমেশ নিরাপত্তারক্ষীরা কোনওমতে তাঁকে অন্য দরজা দিয়ে ভিতরে নিয়ে যান।