এক্সপ্লোর
Advertisement
তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে শোভনের সঙ্গে বৈঠকে মানস
কলকাতা: পিএসি বিতর্কের মধ্যেই তৃণমূল নেতা তথা আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মানস ভুঁইয়া। যার পরই পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বাড়ল জল্পনা।
সোমবার কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যানকে নিয়ে কলকাতা পুরসভায় আসেন মানস ভুঁইয়া। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় তাঁর! বৈঠক শেষে মানসের দাবি, সবংয়ে ‘গীতাঞ্জলি গৃহনির্মাণ প্রকল্পে’র বাস্তবায়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলেন।
তৃণমূল সরকারের এই প্রকল্পের ভূয়সী প্রশংসাও শোনা যায় কংগ্রেস বিধায়কের মুখে! মানস বলেন, গীতাঞ্জলী গৃহনির্মাঁণ প্রকল্প ভালো উদ্যোগ। সবংয়ে করতে চাই। আবাসন মন্ত্রীর কাছে এসেছিলাম। কংগ্রেস বিধায়কের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন আবাসন মন্ত্রী। বলেন, উনি গীতাঞ্জলি প্রকল্প নিয়ে ফাইলপত্র দিয়ে গিয়েছেন। আমরা দেখছি।
প্রকাশ্যে বিধায়কের দাবি বিবেচনার আশ্বাস দিলেও, সূত্রের খবর, মানসের সঙ্গে বৈঠক ইস্যুতে ঘনিষ্ঠমহলে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, দু’জন রাজনৈতিক নেতার বৈঠকে তো আর সিনেমা নিয়ে আলোচনা হবে না!
এটাকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ না ছাড়ায় মানস ভুঁইয়াকে শোকজ করেছে কংগ্রেস। যদিও সংঘাতের পথে হেঁটে সবংয়ের বিধায়ক কার্যত স্পষ্ট করে দিয়েছেন পিএসি-পদ ছাড়ছেন না তিনি। উল্টে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে হাইকম্যান্ডের কাছে নালিশ জানিয়েছেন মানস। যার প্রেক্ষিতে অধীর-মানস-মান্নানকে নিয়ে ৯ অগাস্ট বৈঠকে বসার জন্য সিপি জোশীকে নির্দেশ দিয়েছেন রাহুল গাঁধী। সেই বৈঠকের আগে মানস-শোভন বৈঠক ঘিরে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement