এক্সপ্লোর
নারদকাণ্ডে মেয়র শোভনকে ইডি-র জিজ্ঞাসাবাদ

কলকাতা: নারদকাণ্ডে মেয়রকে ইডি-র জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এরপর ৮ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, ভিডিও ফুটেজ দেখিয়ে মেয়রকে প্রশ্ন করা হয়, ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা কোথায় গেল? জবাবে মেয়র জানান, তিনি মনে করতে পারছেন না। ইডি আধিকারিকরা জানতে চান, ম্যাথ্যুকে চেনেন কি না? মেয়র দাবি করেন, অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি মনে করতে পারছেন না। এরপর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চান ইডি-র তদন্তকারীরা। উত্তরে মেয়র বলেন, তাঁর কাছে এই মুহূর্তে তথ্য নেই। এর জন্য সময় চাই। রাত সাড়ে ৮টা নাগাদ ইডি দফতর ছাড়েন মেয়র। তাঁর অভিযোগ, তাঁকে ফাঁসানো হয়েছে। ইডি সূত্রে খবর, মেয়রের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। ফলে ফের তাঁকে ডাকা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















