Potato Onion Price Rise: প্রতি সপ্তাহে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙছে জ্যোতি-চন্দ্রমুখী, পেঁয়াজের দামে মধ্যবিত্তের চোখে জল
জ্যোতি আলুর দাম ৪৫ টাকা কেজি, চন্দ্রমুখীর ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৫০, পেঁয়াজের দর ৭০ টাকা
কলকাতা: উৎসবের মরশুম শেষ! তা সত্ত্বেও বাজারের ব্যাগ ভরাতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের! বাজারের জন্য যা বরাদ্দ, তা পকেট থেকে বেরিয়ে গেলেও অর্ধেক ব্যাগও ভরছে না! তার মধ্যেই দামে ঝড় তুলছে আলু-পেঁয়াজ।
জ্যোতি থেকে চন্দ্রমুখী-- প্রতি সপ্তাহে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙছে ভাতের পাতের এই অপরিহার্য সদস্য! বুধবার কলকাতার একাধিক বাজারে জ্যোতি আলুর দাম ৪৫ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে।
ব্যবসায়ীদের দাবি, নতুন আলু না ওঠা পর্যন্ত খুচরো বাজারে দাম কমার সম্ভাবনা নেই। এক বিক্রেতা বলেন, নতুন আলু না এলে দাম কমবে না।
মঙ্গলবারই কেন্দ্রীয় কৃষি আইনের প্রসঙ্গ তুলে মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর বুধবার ফেডারেশন অফ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সরকারি আলু ব্যবসায়ীদের ২২ টাকা কিলো দরে দেওয়া হবে। সেই আলু ২৫ টাকা দরে বিক্রি করতে পারবেন তারা।
শুধু আলু নয়, পেঁয়াজের দামও চোখে জল আনার পক্ষে যথেষ্ট। ব্যবসায়ীদের দাবী, পোস্তার বাজারে গত কয়েকদিন পেঁয়াজের আমদানি কম হওয়ায় চড়ছে পেঁয়াজের দাম।
বুধববারও কলকাতার বাজারে পেঁয়াজের দাম ৭০ টাকা। কোথাও কোথাও ৮০ টাকা দরে বিকোচ্ছে বাছাই করা পেঁয়াজ।
এই প্রেক্ষাপটে ফের একবার আলু-পিঁয়াজের দাম-বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি ৩৬৫ দিন মানুষকে বোকা বানায়। চাষীদের আলু-পিঁয়াজ লুঠ করছে। বিজেপি দেশের সবচেয়ে বড় অভিশাপ। বিজেপিকে জব্দ করতে হবে।
কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমফানের টাকাও মেরে দেয় তৃণমূল। দিদির সঙ্গে ভাইয়েরাও জেলে যাবে।