‘২ লাখের চশমা পরেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জলবায়ু বিপর্যয় দেখতে পান না’, মোদিকে খোঁচা সেলিমের
"নিজেকে ঝোলা হাতে ফকির বলেন, অথচ ২ লাখের চশমা পরেন।”
কলকাতা: বৃহস্পতিবার ছিল দশকের শেষ সূর্যগ্রহণ। সকাল ৮ টা থেকেই ‘অগ্নি বলয়’-এ সূর্যগ্রহণ দেখার জন্য তৈরি ছিল গোটা দেশ। বাদ যাননি প্রধানমন্ত্রীও। সূর্যগ্রহণ দেখার জন্য যে যে উপকরণের প্রয়োজন, সে সবই নিয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে মেঘ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পৌষ অমাবস্যায় সূর্যগ্রহণ আর দেখা হয়নি তাঁর। তবে প্রধানমন্ত্রী কোঝিকোড় থেকে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিমিং দেখেছেন। শুধু দেখাই নয়, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সূর্যগ্রহণ নিয়ে জ্ঞান অর্জন করেন নরেন্দ্র মোদি। ট্যুইটে একাধিক ছবি পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।
পড়ুন: সূর্যগ্রহণ দেখার ছবি ঘিরে মিম, স্বাগত জানালেন মোদি
এরই মধ্যে ভাইরাল হয়ে যায় জার্মান ব্র্যান্ডের চশমা পরিহিত মোদির একটি ছবি। কৌতুক অভিনেতা অতুল খাত্রি যেমন সরাসরি প্রশ্ন করে বসেন, ‘এই চশমা কি ফ্রি-তে এসেছে না আপনি কিনেছেন?’ এই ছবি ট্যুইট করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিমও।
বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জিডিপি হ্রাস, জলবায়ু বিপর্যয়ের মতো বিষয় প্রধানমন্ত্রীর চোখে পড়ে না। জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে রাখতেই ২ লাখের জার্মান ব্র্যান্ডের চশমা পরেন নরেন্দ্র মোদি। ট্যুইটে খোঁচা সেলিমের। সিপিএম নেতার এই ট্যুইটের পর ‘মোদিভক্তের’ রোষানলে পড়তে হয় সেলিমকেও। সিপিএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদকে ‘দু মুখো’-ও বলা হয়। যার জবাবে বামনেতার উত্তর, “আমি দু মুখো? এই শব্দবন্ধ মোদির জন্য প্রযোজ্য, যিনি নিজেকে ঝোলা হাতে ফকির বলেন, অথচ ২ লাখের চশমা পরেন।”
So does these sunglasses come free with the Maybach car or you have to buy separately?
A friend wants to know #Jhola #Fakeer pic.twitter.com/cFX5lyZbsi — Atul Khatri (@one_by_two) December 26, 2019
The Maybach Sunglasses worth almost ₹2 lacs prevents @narendramodi from seeing unemployed youth, falling GDP, rising prices, climate catastrophe & #CAAProtests.
हम तो कपड़े देख कर ही फ़क़ीर को पहचान लेते हैं। #BrandedFakir pic.twitter.com/6Aflzr15m9 — Md Salim (@salimdotcomrade) December 26, 2019