‘সবার ভালোবাসা, আশীর্বাদে আমি এখন সুস্থ’, বাড়ি ফিরেই ভিডিও বার্তা নুসরতের
সুস্থ হয়েই কাজে ফিরবেন টলি তারকা তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।
![‘সবার ভালোবাসা, আশীর্বাদে আমি এখন সুস্থ’, বাড়ি ফিরেই ভিডিও বার্তা নুসরতের MP Nusrat Jahan, Back Home From Hospital ‘সবার ভালোবাসা, আশীর্বাদে আমি এখন সুস্থ’, বাড়ি ফিরেই ভিডিও বার্তা নুসরতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/20161709/Nusrat.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর কয়েকটা দিন বিশ্রাম। তারপরই আবার কাজে ফিরবেন টলি তারকা তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। রবিবার রাতে অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত। সূত্রের খবর অনুযায়ী, মাত্রাতিরিক্ত ওষুধ খেয়েই নুসরতের স্বাস্থ্যের এই হাল হয়। তবে তিনি এখন অনেকটাই সুস্থ। বাড়ি ফিরেছেন। ডাক্তারের পরামর্শ মেনে বিশ্রামও নিচ্ছেন। তাঁর এই অসুস্থতা নিয়ে নানান মহলে যে জল্পনা ছড়িয়েছিল তা নিজ মুখেই খণ্ডন করলেন নুসরত জাহান।
কী হয়েছিল? ভিডিও বার্তায় তিনি বলেছেন, সম্ভবত হাঁপানির কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি তাঁর বাড়ি থেকেও বলা হয় হাঁপানিজনিত কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিম নুসরতও সংবাদমাধ্যমকে একই কথা জানায়। বাড়ি ফিরে সেই হাঁপানির কথা বললেন নায়িকাও। ভিডিও বার্তায় শুভাকাঙ্খী, অনুরাগীদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি সুস্থ। গুজবে কান দেবেন না। সম্ভবত ডাস্ট এলার্জি থেকেই আমার অ্যাজমা অ্যাটাক হয়েছিল। চিন্তার কোনও কারণ নেই। সুস্থ হয়েই কাজে ফিরব।” ভিডিও বার্তায় তিনি আরও জানান, সুস্থ হয়েই নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে যাবেন তিনি। শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)