এক্সপ্লোর
আগামী ২-১ দিনের মধ্যে মুকুল ইস্যু মিটে যাবে, বলছে বিজেপি
কলকাতা: মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা এখনও মিটল না। দলের এক বরিষ্ঠ নেতা জানিয়েছেন, আগামী ২-১ দিনে এ ব্যাপারে পরিষ্কার জানা যাবে।
তৃণমূল কংগ্রেস ছাড়ার পর থেকেই মুকুল চেষ্টা করছেন বিজেপিতে যাওয়ার। বিজেপিও জানাচ্ছে, মুকুল বলেছেন, তিনি এ রাজ্যে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার কাজে লাগতে চান। তারা স্বীকার করছে, মুকুলের সাংগঠনিক দক্ষতা আর তৃণমূল স্তরের পরিস্থিতি সম্পর্কে জ্ঞান দলের বিরাট কাজে আসবে, তাঁকে নিলে রাজ্যে বিজেপির ভিত মজবুত হবে।
কিন্তু সমস্যা হল, মুকুলের গায়ে লাগা দুর্নীতির দাগ। বিজেপির মধ্যেই একটা অংশ তাঁকে নিতে ইচ্ছুক হলেও আর এক অংশের দাবি, দুর্নীতির অভিযোগ থাকা কাউকে দলে নিলে হিতে বিপরীত হতে পারে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য মন্তব্য করেছেন, মুকুল দক্ষ সংগঠক, এ রাজ্যে তৃণমূলের বাড়বাড়ন্তে তাঁর বড় ভূমিকা রয়েছে।
মুকুল নিজে অবশ্য বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তাঁর এক ঘনিষ্ঠ জানিয়েছেন, দীপাবলীর পর তিনি যোগ দেবেন বিজেপিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement