CM Mamata Banerjee on NEET, UGC Exam Dates: ‘আগে জীবন’, পরীক্ষা স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর
রাহুল-প্রিয়ঙ্কার পর এবার মমতা। NEET ও জয়েন্ট এন্ট্রান্স মেইন স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর।
![CM Mamata Banerjee on NEET, UGC Exam Dates: ‘আগে জীবন’, পরীক্ষা স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর NEET, JEE 2020 Exam in September Request to Centre to assess risk postpone exams Says CM Mamata Banerjee CM Mamata Banerjee on NEET, UGC Exam Dates: ‘আগে জীবন’, পরীক্ষা স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/24224209/Mamata.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাহুল-প্রিয়ঙ্কার পর এবার মমতা। NEET ও জয়েন্ট এন্ট্রান্স মেইন স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের ঘোষণা, জয়েন্ট মেইনের পরীক্ষা হবে সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে। নিট হবে ১৩ সেপ্টেম্বর। মমতার ট্যুইট, সেপ্টেম্বরে NEET-JEE নিয়েও কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। পাশাপাশি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরব হওয়ার বিষয়টিও ট্যুইটে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
ট্যুইটারে তিনি লিখেছেন, সেপ্টেম্বরে NEET-JEE নিয়ে কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে সেপ্টেম্বরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসি-র নির্দেশিকা জারির বিরুদ্ধেও আমি সরব হয়েছিলাম। এই সিদ্ধান্তে পড়ুয়াদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছিলাম।
মুখ্যমন্ত্রীর ট্যুইট রিট্যুইট করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, সেপ্টেম্বরে NEET-JEE স্থগিত রাখা হোক। চিন্তা নেই, দিদি আছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)