বিয়ের চারমাসের মধ্যে নেতাজি নগরে গৃহবধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
কলকাতা: এপ্রিল মাসে বিয়ে। অগাস্ট মাসে মৃত্যু! বিয়ের চার মাসের মধ্যে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য নেতাজিনগরে। মৃতের নাম অদিতি মিশ্র। পুলিশ সূত্রে খবর, স্বামীর দাবি, সোমবার রাতে অফিস থেকে ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ধাক্কা দিলে খুলে যায় দরজা। ঘরের মধ্যে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার করা হত তরুণীর ওপর। অভিযোগ, শ্বশুরবাড়ির চাপেই বিয়ের পর চাকরি ছেড়ে দেন এমবিএ পাস করা অদিতি। ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তদন্তকারীরা জানতে পেরেছেন, বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক আশিস ভাস্কর মিশ্র গড়িয়া শাখায় বদলি হওয়ায়, মাস দুই আগে নেতাজিনগরে ফ্ল্যাট ভাড়া নেন। সেই ফ্ল্যাটেই বধূর রহস্য-মৃত্যু! মৃতের স্বামীকে গ্রেফতার করছে পুলিশ।