এক্সপ্লোর
শহরে ফের রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! তিন-চারদিন স্বামীর মৃতদেহ আগলে বৃদ্ধা

কলকাতা: কলকাতায় আবার রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! স্বামীর মৃতদেহের সঙ্গে বসবাস বৃদ্ধার! চাঞ্চল্য হরিদেবপুরের বসুশ্রী বাগান এলাকার উস্তাদ আমির খাঁ সরণিতে। মৃতের নাম অমরনাথ সান্যাল। কেন্দ্রীয় সরকারের কর্মী ছিলেন। কয়েকদিন ধরে তাঁর বাড়ির সামনে সংবাদপত্র জমা হতে দেখছিলেন প্রতিবেশীরা। কিন্তু, বৃদ্ধ দম্পতির দেখা পাওয়া যাচ্ছিল না। গতকাল প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডেকেও কারও সাড়া না মেলায় সন্দেহ জোরাল হয়। খবর দেওয়া হয় পুলিশকে। হরিদেবপুর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে অমরনাথ সান্যালের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে। প্রতিবেশীদের দাবি, স্বামীর মৃতদেহের পাশে নির্বিকার হয়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৩-৪ দিন আগেই মারা গেছেন অমরনাথ সান্যাল। মৃতের আত্মীয়দের দাবি, অমরনাথের স্ত্রী-র মানসিক সমস্যা আছে। ওই দম্পতি প্রতিবেশী কিম্বা আত্মীয়দের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না বলেও জানতে পেরেছে পুলিশ। কীভাবে অমরনাথ সান্যালের মৃত্যু হল, খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















