এক্সপ্লোর
Advertisement
কলকাতার কয়েকটি বুথে বহিরাগতদের দৌরাত্ম্য, জীবিত ভোটার ‘মৃত’, কেয়াতলা থেকে উদ্ধার বোমা
# রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেয়াতলায় গাছের তলা থেকে উদ্ধার ৩টি তাজা বোমা।
# ভোটার তালিকায় জীবিত ভোটার হয়ে গেলেন মৃত! এমনটাই ঘটেছে ভবানীপুর বিধানসভা এলাকায়। আজ ৫৫ নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধ দেখেন, ভোটার তালিকায় তাঁর নাম মৃত হিসেবে নথিভুক্ত রয়েছে। ফলে এখনও ভোট দিতে পারেননি ওই বৃদ্ধ।
# ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত একবালপুরে বিভিন্ন বুথের সামনে জমায়েত রুখতে তত্পর পুলিশ। যাঁরা ভোটার নন, তাঁদের বুথের সামনে থেকে সরিয়ে দেন পুলিশ কর্মীরা।
# কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের একবালপুর, খিদিরপুর, ময়ূরভঞ্জ রোড এলাকায় বহিরাগত হঠাতে সক্রিয় পুলিশ। বহিরাগতদের থাপ্পড় ও ঘাড় ধাক্কা দিয়ে, এলাকা থেকে বের করে দেন পুলিশ কর্মীরা।
# ভবানীপুর কেন্দ্রের একবালপুরের একটি বুথে ইভিএম বিভ্রাট। ভোটগ্রহণ শুরুতে দেরি হওয়ায় ওই বুথে যান কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী। প্রিসাইডিং অফিসারের কাছে ক্ষোভপ্রকাশ করেন তিনি।
# কসবা বিধানসভা এলাকায় বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে পুলিশের তল্লাশি। ভাঙড় থেকে বাা হয়ে কসবায় ঢুকছে বহিরাগতরা, এই খবর পেয়ে তল্লাশি শুরু পুলিশের।
# যাদবপুর কেন্দ্রের শহিদ স্মৃতি বিদ্যাপীঠে ভোটার কার্ড ছাড়াই লাইনে দাঁড়ানোর অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বের করে দেয় পুলিশ।
# টালিগঞ্জ বিধানসভার সেন্ট্রাল রোডে তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর বিরুদ্ধে বুথের ১০০ মিটারের মধ্যে দলবল নিয়ে ঢোকার অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এনিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের। সেক্টর অফিসারের সঙ্গেও তর্কাতর্কি তৃণমূলকর্মীদের।
# বন্দর বিধানসভা কেন্দ্রে খিদিরপুর, ময়ূরভঞ্জ রোড এলাকায় বহিরাগত হঠাতে সক্রিয় পুলিশ। বহিরাগতদের থাপ্পড় ও ঘাড় ধাক্কা দিয়ে, এলাকা থেকে বের করে দেন পুলিশ কর্মীরা।
# ভবানীপুর কেন্দ্রের একবালপুরের একটি বুথে ইভিএম বিভ্রাটের জেরে ভোটগ্রহণ শুরু হয়নি। অভিযোগ পেয়ে ওই বুথে যান কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী। বদলে দেওয়া হয় ইভিএম।
# কসবা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি। বেআইনি জমায়েত নজরে এলে দ্রুত এলাকা খালি করার নির্দেশ। বেশ কয়েকটি বাড়িতে ঢুকেও তল্লাশি।
# ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত একবালপুরের ৫৬ নম্বর বুথে ইভিএম বিভ্রাট। অভিযোগ পেয়ে বুথে যান কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী। ঘণ্টাখানেক পরেও ভোটগ্রহণ শুরু না হওয়ায় প্রিসাইডিং অফিসারের কাছে ক্ষোভপ্রকাশ।
কলকাতা: আজ ষষ্ঠ দফায় কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির ৫৩ আসনে ভোটগ্রহণ। শহরে নিরাপত্তার বজ্র আঁটুনি। কেন্দ্রীয় বাহিনীর টহল, চলছে তল্লাশি। জলপথেও চলছে নদরদারি।
শহরের যে চারটি আসনে আজ ভোট, সেগুলি হল কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। ভোট দক্ষিণ ২৪ পরগনার ৩১টি ও হুগলির ১৮টি আসনেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement