এক্সপ্লোর
এবার যাত্রীকে মারধর ওলা চালকের, আটক গাড়ির মালিক
![এবার যাত্রীকে মারধর ওলা চালকের, আটক গাড়ির মালিক Passenger Allegedly Beaten Up By Ola Cab Driver Car Owner Detained এবার যাত্রীকে মারধর ওলা চালকের, আটক গাড়ির মালিক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/09001124/ola-driver-arrest--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাড়ি গিয়ে তরুণীকে হুমকি দেওয়ার পর এবার যাত্রীকে মারধর।
শহরে ফের ওলা চালকের গুন্ডামির অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, রাজাবাজার থেকে সন্ধ্যায় বেহালা যাওয়ার জন্য ওলার ট্যাক্সি ভাড়া করেন হরিদেবপুরের বাসিন্দা সুপ্রিয় নস্কর। তাঁর দাবি, লেক গার্ডেন্স উড়ালপুলের কাছে জল জমে থাকায় যেতে অস্বীকার করেন চালক। শুরু হয় বচসা। সেসময় গাড়ির মালিককে ফোন করে ডাকেন চালক। অভিযোগ বেশ কয়েকজন লোক নিয়ে এসে যাত্রীর ওপর হামলা চালান গাড়ির মালিক।
ঘটনার পর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন সুপ্রিয়। পুলিশ গাড়ির মালিককে আটক করেছে। খোঁজ চলছে চালকের।
রবিবারই এক ওলার ট্যাক্সিচালকের গুণ্ডামির সাক্ষী হয়েছে শহর।
রাহুল মিদ্যা নামে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ, শনিবার পার্ক সার্কাসের কাছে এক তরুণীর গাড়িতে ধাক্কা মেরে, তাঁকেই মারধর করার। শুধু তাই নয়, ধাওয়া করে বাড়িতে গিয়েও হুমকি দেয় ওলা-চালক। ওলার সংশ্লিষ্ট ট্যাক্সির নম্বর দিয়ে, ওই চালকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। এরপরই ওই চালককে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার যাত্রীকে মারধরের অভিযোগ ওলা ট্যাক্সির চালক ও মালিকের বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)