এক্সপ্লোর
Advertisement
Netaji Birth Anniversary: প্রধানমন্ত্রী মোদির হাত ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘নির্ভীক সুভাষ’
Parakram Diwas: নেতাজির ১২৫টি ছবি সম্বলিত ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারি ও অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ গ্যালারির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। উদ্বোধনের পরের দিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দুটি গ্যালারির দ্বার।
সমিত সেনগুপ্ত ও ঝিলম করঞ্জাই, কলকাতা: সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। নেতাজির ১২৫টি ছবি সম্বলিত ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারি ও অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ গ্যালারির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। উদ্বোধনের পরের দিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দুটি গ্যালারির দ্বার।
১৮৯৭ থেকে ২০২১। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ওইদিন দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, ওই দিন দুপুর সাড়ে তিনটেয় বিমানে কলকাতা পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন রেস কোর্সে। রেস কোর্স থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে।
জাতীয় গ্রন্থাগারে নেতাজিকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। বিকেল ৪টে ২৮-এ প্রধানমন্ত্রীর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌছনোর কথা। সেখানে উদ্বোধন করবেন ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারির। পাশাপাশি, অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে আর একটি গ্যালারিরও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ২৪ তারিখ থেকে গ্যালারি ২টি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেড় ঘণ্টা থাকার কথা প্রধানমন্ত্রীর। বিকেল ৫টা ৪৬-এ ভাষণ দেবেন তিনি। শনিবার ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সেই অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সৌরেন্দ্র-সৌম্যজিত্ সহ বহু শিল্পী।
সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১২৫টি স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নেবে নেতাজির বেশে। ওইদিন রাতেই দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, এবার থেকে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হবে। পাশাপাশি, নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তীর আগে ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement