এক্সপ্লোর
মধুচক্র! শহরে দুটি স্পা-তে হানা পুলিশের, বাংলা সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার ১৬
রাতে টালিগঞ্জ ও তালতলা থানা এলাকার দুটি স্পায়ে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান। বাংলা সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার ১৬। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে।
![মধুচক্র! শহরে দুটি স্পা-তে হানা পুলিশের, বাংলা সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার ১৬ police raid at two spa centres in Kolkata, 16 persons including bengali tele serial actor arrested মধুচক্র! শহরে দুটি স্পা-তে হানা পুলিশের, বাংলা সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার ১৬](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/11191732/web-lalbazar-actor-2-win-still-111020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাতে টালিগঞ্জ ও তালতলা থানা এলাকার দুটি স্পায়ে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান। বাংলা সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার ১৬। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে। গতকাল রাতে রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্পায়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ। এখান থেকেই গ্রেফতার করা বাংলা সিরিয়ালের অভিনেতা সহ ১১ জনকে। পাশাপাশি, তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি স্পাতেও অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় ৫ জনকে।
যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বাংলা টেলি সিরিয়ালের অভিনেতাও। রাসবিহারী অ্যভিনিউ-র একটি স্পায়ের মধ্যে থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেতা হিসেবে ওই মধুচক্রে এসেছিলেন। বেশ কয়েকজন তরুণীকে পুলিশ উদ্ধার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে কয়েকজন কিপারও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)