শহরে ফের দুর্ঘটনা, দশজনকে ধাক্কা মেরে বেপরোয়া গাড়ি উঠে গেল ফুটপাথে, মৃত ৩
কলকাতা: ফের বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ। গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনজনের। পুলিশ সূত্রে খবর, সোমবার, দুপুর পৌনে দুটো নাগাদ, এসএসকেএমের দিক থেকে একটি গাড়ি প্রচণ্ড গতিতে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল। এজেসি বোস রোড ও বেলভেডিয়ার রোডের সংযোগস্থলে বেপরোয়া গাড়িটি সিগন্যাল ভেঙে পর পর তিনটে বাইকে সজোরে ধাক্কা মেরে রেলিং ভেঙে উঠে পড়ে ফুটপাথে। রাস্তা পার হওয়ার জন্য সেই সময় ফুটপাথে দাঁড়িয়েছিলেন বেশ কয়েক জন। তাঁদের প্রায় ঘাড়ের উপর উঠে পড়ে ঘাতক গাড়িটি। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক গাড়ির চালকও আহত হন। তাঁকে এসএসকেএম ভর্তি করা হয়। গাড়িটিকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বছর শেষে এই বেপরোয়া গতির তাণ্ডব, মনে করিয়ে দিচ্ছে বছর শুরুর ঘটনার কথা। এদিন যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার কাছেই, রেড রোড সেবার রক্তাক্ত হয়েছিল। ১৩ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড়কে পিষে দেয় বেপরোয়া অডি গাড়ি। সেপ্টেম্বরে পণ্ডিতিয়া রোডে মার্সেডিজের ধাক্কায় মৃত্যু হয় একজনের। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে প্রচন্ড জোরে ধাক্কা মেরে তাকে টেনে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায় গাড়িটি। কখনও কখনও বেপরোয়াভাবে গাড়ি চালানোর মাসুল গুনতে হয়েছে গাড়ির আরোহীদেরও। ২১ অগাস্ট মন্দারমণিতে রেস করতে গিয়ে দু’টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় কলকাতার ৩ ছাত্রের। সরকার নানা কড়া বার্তা দিচ্ছে। তারপরেও দুর্ঘটনা ঘটেই চলেছে। হুঁশ ফিরছে কই?