এক্সপ্লোর
Advertisement
করোনা আবহে কলকাতার রাস্তায় চরম অমানবিকতার ছবি: দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে ভ্যানে করে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা, মিলল না অ্যাম্বুলেন্স
করোনা আবহে কলকাতার রাস্তায় চরম অমানবিকতার ছবি। দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে ভ্যানে করে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা। লকডাউনে শহরের একাধিক মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও জুটল না অ্যাম্বুল্যান্স।
কলকাতা: করোনা আবহে কলকাতার রাস্তায় চরম অমানবিকতার ছবি। দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে ভ্যানে করে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা। লকডাউনে শহরের একাধিক মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও জুটল না অ্যাম্বুল্যান্স। পুলিশের অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকলেও তাও কাজে আসেনি। রক্ত ও স্যালাইন চলা অবস্থাতেই ভ্যানে দীর্ঘক্ষণ পড়ে রইল আহত বালক। স্থানীয় সূত্রে খবর, গত কাল রাতে রামমন্দিরের কাছে এক বালক দুর্ঘটনায় জখম হয়। রাতেই নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে।
ভোগান্তির এখানেই শেষ নয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ সকালে তাকে আরজিকরে স্থানান্তর করা হয়। এনআরএস থেকে ভ্যানে করেই তাকে নিয়ে আরজিকরে যায় পরিজনরা। অভিযোগ, সেখানে বলা হয়, নথিতে পুলিশের সই নেই। একথা শুনে ভ্যানে করে আবার বালককে আনা হয় জোড়াসাঁকো থানায়। সেখানে কাজ মিটিয়ে বালককে নিয়ে আরজিকর হাসপাতালে ফিরে যায় পরিবার। এরপর তাকে সেখানে ভর্তি নেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement