এক্সপ্লোর
মা উড়ালপুলে স্কুলবাসের ধাক্কা, মৃত চালক, জখম ১১ পড়ুয়া

কলকাতা: পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছে মা উড়ালপুলে বেপরোয়া স্কুলবাসের ধাক্কা। বাসচালকের মৃত্যু। আহত ১১ জন পড়ুয়া। আজ সকালে দক্ষিণ কলকাতার একটি ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের নিয়ে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল স্কুলবাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের একটি স্তম্ভে ধাক্কা মারে বাসটি। আশঙ্কাজনক অবস্থায় চালক ও খালাসিকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় বাসচালকের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















