এক্সপ্লোর
স্টিংয়ের নেপথ্যে অন্য উদ্দেশ্য, বললেন শোভন

কলকাতা: দলীয় সতীর্থদের কেউ নারদকাণ্ডে রাজ্য সরকারের তদন্তকে স্বাগত জানিয়েছেন, কেউ নেত্রীর সুরে চক্রান্তের অভিযোগ করেছেন। এনিয়ে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে তিনিও দাবি করেন, স্টিংয়ের নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য আছে। একজন এল, চৌর্যবৃত্তি করে ভিডিও তুলুল, প্রচার করল, এটা একেবারেই ঠিক নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শনিবার রাতে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন মেয়র-পত্নী। এই অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রার্থীর বিরুদ্ধে কুৎসা, মানহানির মতো ধারায় মামলা রুজু হয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি বিরোধীরা। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় অবশ্য এতে আপত্তির কিছু দেখছেন না। বিরোধীদের বক্তব্য, তদন্ত সবে শুরু হয়েছে। কয়েকদিন গেলেই বোঝা যাবে, তদন্ত যে পথে এগোচ্ছে তা ঠিক না ভুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















