এক্সপ্লোর
Advertisement
নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরই দমদমমুখী মেট্রোর এসি রেকে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
দমদমমুখী মেট্রোয় ফের ধোঁয়া আতঙ্ক। নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরেই এসি রেকে ধোঁয়া।সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। খালি করে দেওয়া হয় মেট্রো। রবীন্দ্র সদন স্টেশনে রেক থেকে নামানো হয় যাত্রীদের।
কলকাতা: দমদমমুখী মেট্রোয় ফের ধোঁয়া আতঙ্ক। নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরেই এসি রেকে ধোঁয়া।সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। খালি করে দেওয়া হয় মেট্রো। রবীন্দ্র সদন স্টেশনে রেক থেকে নামানো হয় যাত্রীদের। চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যে রেকটিতে সমস্যা হচ্ছিল, সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ১২ মিনিট পরে পরিষেবা আবার স্বাভাবিক হয়।
বিকেল ৪.১৯ টায় এই ঘটনা ঘটে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট রেকের ইলেকট্রিক্যাল প্যানেল থেকে আগুন ছড়ায়। এরফলেই রেকে ধোঁয়া দেখা যায়। দ্রুত আগুন নেভাবো হয়। মেট্রোয় থাকা অগ্নিনির্বাপক দিয়েই ট্রেনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ৪.২১-এ স্টেশনে থামার পর রেকটি খালি করে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement