এক্সপ্লোর
ট্রাফিক আইন লঙ্ঘন বরদাস্ত নয়, ভালো কাজে পুরস্কার পুলিশকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাত ১০টার পর উড়ালপুলে বাইকে নিষেধাজ্ঞা। বরদাস্ত করা হবে না ট্রাফিক আইন লঙ্ঘন। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ভাল কাজে ট্রাফিক পুলিশের জন্য পুরস্কার ঘোষণা। ট্রাফিক সচেতনতা বাড়াতে স্কুল সিলেবাসে ঢুকছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অনুষ্ঠানে বেপরোয়া যান চলাচল রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাত বাড়লেই শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় বেপরোয়া বাইকের দাপট। ফলত বাড়ছে দুর্ঘটনাও। পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশকে বেশকিছু নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কম দামে সরকারের হেলমেট বিলির ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রাফিক আইন সংশোধনের পক্ষেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। ট্রাফিক পুলিশকেও করা বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গেই ভাল কাজ করলে পুরস্কারের ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ট্রাফিক সচেতনতা বাড়াতে স্কুল সিলেবাসে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর থিম সং প্রচার করতে হবে। ট্রাফিক সিগন্যাল, সিনেমা হল, পুজো প্যান্ডালে এই থিম সং বাজাতে হবে। ভিনরাজ্যের গাড়ি রাজ্যে এলে রেজিস্ট্রেশন করাতে হবে, পণ্যবাহী গাড়িতে ওভারলোডিং করা যাবে না। শুক্রবার, ট্রাফিক সচেতনতা বাড়াতে একটি বাইক র্যালি-রও সূচনা করেন মুখ্যমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















