এক্সপ্লোর
টেট মামলা: কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের টেট প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে প্রতারণা ছাড়াও বিশ্বাসভঙ্গ এবং হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অরূপরতন রায় নামে এক পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতেই টানা কয়েকঘণ্টা জেরার পর জয়প্রকাশকে গ্রেফতার করল উত্তর বিধাননগর থানা।
অরূপরতন অভিযোগ করেন, তাঁরা যখন টেট দুর্নীতি নিয়ে আন্দোলন করছিলেন, সেই সময় কংগ্রেসে থাকা জয়প্রকাশ ও প্রদীপ ভট্টাচার্য তাঁদের সঙ্গে দেখা করেছিলেন। জয়প্রকাশ তাঁদের বলেন, ১০ লক্ষ টাকা দিলে চাকরি পাইয়ে দেবেন। সেইমতো তাঁরা ৭ লক্ষ ২০ হাজার টাকা জোগাড় করে জয়প্রকাশের অফিসে পৌঁছে দেন। জয়প্রকাশ বলেন, চাকরি হয়ে যাবে। কিন্তু কিছুই না হওয়ায় তাঁরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিষয়টি জানান। এরপর তাঁদের হুমকি দেন জয়প্রকাশ। বাধ্য হয়ে গত বছরের ২৮ অগাস্ট বিধাননগর উত্তর থানায় জয়প্রকাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন তাঁরা।
বিজেপি অবশ্য এই গ্রেফতারির নেপথ্যে রাজ্য সরকারের প্রতিহিংসা দেখছে। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন, আমরাও চাইলে গ্রেফতার করতে পারি। তারপর এ ধরনের ঘটনা। বুঝতেই পারছেন কী হচ্ছে। এটা ৬ মাসের পুরনো মামলা। যিনি টাকা দিয়েছেন, তিনি পরীক্ষার্থী নন। জয়প্রকাশ তো আইনজীবী নন। তাহলে তাঁকে মামলার টাকা কেন! জয়প্রকাশকে গ্রেফতার করে বিজেপি-র বদনামের চেষ্টা করা হচ্ছে।’
যদিও, পুলিশ সূত্রে দাবি, টানা প্রায় আট ঘণ্টার জেরায় জয়প্রকাশের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তিনি যে তথ্য দেন তাতেও সন্তুষ্ট ছিলেন না তদন্তকারীরা। রবিবার ধৃত বিজেপি নেতাকে আদালতে তোলা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement