এক্সপ্লোর
নারদকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা তৃণমূল সাংসদ সুলতান আহমেদের

কলকাতা: নারদকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা সুলতান আহমেদের। এর আগে তৃণমূল সাংসদকে তলব করা হলেও, তিনি কয়েকদিন সময় চান। এরপর আজ ফের তাঁকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। সূত্রের খবর, নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে তাঁকে ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিতে দেখা যায়। সেই টাকা কোথায় বসে, কেন নেওয়া হয়েছিল, তা জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টাকার বিনিময়ে কোনও সুবিধা দেওয়া হয়েছিল কি না, তাও জানতে চাওয়া হবে। এছাড়া, নারদকাণ্ডে যে সমস্ত মন্ত্রী-নেতাদের নাম জড়িয়েছে, তাঁদের সঙ্গে ম্যাথু স্যামুয়েলের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন কি না, সুলতান আহমেদের কাছে সে সম্পর্কেও জানতে চাইবেন সিবিআই গোয়েন্দারা। খবর সিবিআই সূত্রে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















