এক্সপ্লোর
Advertisement
বড় টাচস্ক্রিন, আরও বেশি স্বাচ্ছন্দ্য, বাজারে এল টাটা নেক্সনের একাধিক নতুন মডেল
সহজ মাসিক কিস্তিতে পাওয়া যাবে গাড়িগুলি।
কলকাতা: বাজারে এল টাটা নেক্সনের একাধিক নতুন মডেল। তার মধ্যে রয়েছে এক্স টি প্লাস, এক্স জেড, এক্স জেড প্লাস, এক্স জেড এ প্লাস। এই গাড়িগুলিতে পাওয়া যাবে আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং নানা সুযোগ-সুবিধা। সহজ মাসিক কিস্তিতে পাওয়া যাবে গাড়িগুলি।
টাটা মোটর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নেক্সন মডেলের গাড়িগুলির টাচস্ক্রিন আগে ছিল সাড়ে ৬ ইঞ্চির। এখন টাচস্ক্রিন হয়ে গিয়েছে ৭ ইঞ্চির। ‘এক্স টি এ প্লাস’ গাড়িগুলিতে আরও বেশি সুযোগ-সুবিধা ও স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। এই গাড়িগুলিতে প্রোজেক্টর হেডল্যাম্প সহ দিনের আলোয় জ্বালানোর উপযোগী আলো থাকছে। আগে এই গাড়িগুলির অডিও সিস্টেমে স্পিকারের সংখ্যা ছিল চারটি। এখন স্পিকার বেড়ে হয়ে আটটি। এছাড়া কুয়াশার মধ্যে দৃশ্যমানতা বাড়ানোর জন্যও গাড়ির সামনে আলোর ব্যবস্থা রয়েছে। চালকের উচ্চতা অনুযায়ী আসন অদল-বদল করা যাবে। তবে অতীতে এই গাড়িগুলিতে শার্ক ফিন অ্যান্টেনা ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে জলবায়ু নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও, এখন আর নেই। এখন টাটা নেক্সনের বিভিন্ন মডেলের দাম ৬.৫৮ লক্ষ টাকা থেকে ১০.৯৬ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মাসিক ৭,০০০ টাকার কিস্তিতে কেনা যেতে পারে গাড়ি।
কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে টাটা নেক্সনের নতুন মডেল বি এস ৬। এখন এই গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এ বছরের শেষদিকে বাজারে আসতে পারে গাড়িটি। এই গাড়িতে অলট্রোজের মতো স্টিয়ারিং হুইল ও ক্রুজ কন্ট্রোলের সুবিধা থাকতে পারে। এক থেকে দেড় বছরের মধ্যে নেক্সনের বৈদ্যুতিক গাড়িও বাজারে আনার পরিকল্পনা করছে টাটা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement