এক্সপ্লোর
আসানসোলে বাবুলকে ইট: বিজেপির পাল্টা বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড়, আটক ৭৫
কলকাতা: মন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘিরে বুধবার অগ্নিগর্ভ হয়েছিল আসানসোল। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার আঁচ এসে পড়ল খাস কলকাতায়! বিজেপির, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল হাজরা মোড়!
বুধবার আসানসোল বিএনআর মোড়ে, তৃণমূলের বিক্ষোভে আটকে পড়ে বাবুল সুপ্রিয়র গাড়ি। কেন্দ্রীয় মন্ত্রীর দিকে উড়ে এসেছিল ইট। প্রতিবাদে এদিন হাজরা মোড়ে বিক্ষোভের ডাক দেয় বিজেপি। ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। ঠিক হয়, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে। কিন্তু কালীঘাটের দিকে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় বিক্ষোভ।
আচমকাই বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর উড়ে আসতে থাকে। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। লাঠি নিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ। দেখা যায়, এক বিজেপি কর্মী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন। বিজেপি অভিযোগ করে, পুলিশের লাঠির আঘাতেই এই ঘটনা। যদিও পুলিশের বক্তব্য, বিক্ষোভকারীদেরই ইট লেগে আহত হন তিনি।
এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এতে আরও বিগড়ে যায় পরিস্থিতি। এলাকা থেকে সরাতে গেলে, রূপা গঙ্গোপাধ্যায় পুলিশের সঙ্গে কার্যত লুকোচুরি খেলায় নেমে পড়েন।
এরমধ্যে ফের পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। হাতে আঘাত পান ডিসি সাউথ। অবরূদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। ভবানীপুর থানা থেকে বাড়তি বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় বেধড়ক লাঠিচার্জ। ৭৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, পুলিশ পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে। যদিও গোটা ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর পাল্টা দাবি, বিভেদ তৈরি করতে বিশৃঙ্খলা করেছে বিজেপি।
এক ঘণ্টা পাঁচ মিনিট পর, বিকেল চারটে পঁচিশ নাগাদ ছন্দে ফেরে হাজরা মোড়। স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে, যেখানকার ঘটনার আঁচ পড়ল কলকাতায়, সেই আসানসোলে এদিন শান্তিপূর্ণ মিছিল করে বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement