West Bengal Live Blog: আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
West Bengal News Update: গোটা রাজ্যের সব খবর.. জেনে নিন এক ঝলকে
LIVE

Background
Kolkata News: ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন
ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। গুঞ্জন কোঠারি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ বলে জানা গেছে। অভিযোগ, টেস্টটিউবের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন না মেনে এক অজ্ঞাতদাতার ডিম্বাণু ব্যবহার করে অভিযোগকারীর স্ত্রীকে সন্তান ধারনে সক্ষম করা হয়। পরবর্তী সময় ওই শিশুর এক জটিল রোগ হয়। ডিম্বাণু দাতার পরিচয় অজ্ঞাত থাকায় বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি। প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
Kolkata News: টালিগঞ্জের সিরিটি শ্মশানের সংস্কার
টালিগঞ্জের সিরিটি শ্মশানের সংস্কার। তৈরি হচ্ছে ২ টো নতুন ইলেকট্রিক চুল্লি, ১ টি কাঠের চুল্লি। কাটা হয়েছে একটি পুকুর, যেখানে সরাসরি গঙ্গার জল আসবে। ৬-৭ মাসের মধ্য়েই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কলকাতা পুরসভা।
Mamata Banerjee: মঞ্চে অশালীন আচরণ, তৃণমূল বিধায়কের 'অমৃত' বচন!
মঞ্চে অশালীন আচরণ, তৃণমূল বিধায়কের 'অমৃত' বচন! মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ? অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মঞ্চেই অশালীন মন্তব্য, অঙ্গভঙ্গি করে বিতর্কে নারায়ণ গোস্বামী। বিধায়কের আচরণে ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব, পদক্ষেপের নির্দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে জেলা কমিটিতে। দল এই ধরণের মন্তব্য অনুমোদন করে না: জয়প্রকাশ মজুমদার
RG Kar Issue: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের
সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের। আর জি কর-কাণ্ডে হাইকোর্টে রাজ্যের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআই-এর। পরিবার এই মামলার কথা জানে ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের না, আদালতে জানাল রাজ্য পরিবার ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব ? প্রশ্ন বিচারপতি বসাকের। 'আমরা যদি পরিবার কি ভাবছে সেটা জানতে চাই তাহলে কি আপনাদের কোনও অসুবিধা আছে?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব? প্রশ্ন বিচারপতির, হ্যাঁ, জানাল রাজ্য। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি
'এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশনামায় দেখা যাচ্ছে, তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্যের আবেদন গ্রহণ করা হয়নি', তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মতপ্রকাশ করেছিল, মন্তব্য বিচারপতির। 'মহামান্য আদালত সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা বলছেন সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল', কিন্তু এখানে পরিস্থিতি অন্য, সওয়াল রাজ্যের।
RG Kar News: আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। FIR বিতর্কে জোর ধাক্কা পুলিশের, হাইকোর্টে আসফাকুল্লা নাইয়ার স্বস্তি। 'একপাতার অভিযোগেই তদন্ত শুরু, প্রমাণ কোথায়?'
'অভিভাবক হয়ে রাজ্যই ক্ষমতার প্রদর্শন করলে সাধারণ মানুষ কোথায় যাবে?' কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য সরকার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন সিবিআইয়েরয মৃতের পরিবারকে না জানিয়েই মামলা রাজ্য সরকারের। মৃতের পরিবারকে ছাড়া বিচার চালানো সম্ভব? প্রশ্ন বিচারপতির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
