West Bengal Live Blog: আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
West Bengal News Update: গোটা রাজ্যের সব খবর.. জেনে নিন এক ঝলকে

Background
কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে আজ রাজ্য সরকারের আবেদন শুনে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল সিবিআই। দোষীর শাস্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা করতে পারে, সিবিআই, নির্যাতিতার পরিবার কিংবা অভিযুক্ত নিজে, দাবি করে তদন্তকারী সংস্থা সিবিআই । এক্ষেত্রে রাজ্য সঞ্জয়ের শাস্তি নিয়ে হাইকোর্টে মামলা করেছে। এই প্রেক্ষাপটে রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, পরিবার এই মামলার কথা জানে ? রাজ্য জানায়, না তারা জানে না। তখনই হাইকোর্ট প্রশ্ন করে, 'পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু তাদের ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব ?' রাজ্যের কাছে আদালত জানতে চায়, 'আমরা যদি পরিবার কি ভাবছে সেটা জানতে চাই তাহলে কি আপনাদের কোনও অসুবিধা আছে? আজকের মধ্যে তাঁদের জানানো সম্ভব'। রাজ্য জানায়, সম্ভব। বিচারপতি বলেন, 'আমরা তাদের বক্তব্যও শুনতে চাই'। তারপর এই মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানানো হয়।
অন্যদিকে, বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়। খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। ছ'তলা আবাসন। তার নির্মাণকাজও এখনও পুরো শেষ হয়নি। সেই ছ'তলা নির্মীয়মাণ আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা পাঁচতলা আবাসনের গায়ে। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি এই আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।
অন্যদিকে, তৃণমূল শিক্ষা সেলে রদবদল বিতর্ক। বাদ পড়লেন একাধিক শিক্ষক নেতা। 'অভিষেকের নির্দেশ মেনে যাঁরা কাজ করেন তাঁদের সরানো হয়েছে', পদ হারিয়ে চাঞ্চল্যকর দাবি শিক্ষক নেতার। 'যাঁরা অভিষেককে সমর্থন করি তাঁরা কি দলবিরোধী?', প্রশ্ন শিক্ষক নেতাদের একাংশের মুখে। 'জেলা সভাপতিদের সুপারিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই কমিটি পুনর্গঠন', দাবি তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসুর। তৃণমূল শিক্ষা সেলে রদবদলে নতুন সমীকরণ?
আরও পড়ুন: IT Raid: নামী প্রযোজকের বাড়িতে হঠাৎ হানা দিল আয়কর বিভাগ, ৮ জায়গায় চলল তল্লাশি; কেন ?
Kolkata News: ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন
ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। গুঞ্জন কোঠারি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ বলে জানা গেছে। অভিযোগ, টেস্টটিউবের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন না মেনে এক অজ্ঞাতদাতার ডিম্বাণু ব্যবহার করে অভিযোগকারীর স্ত্রীকে সন্তান ধারনে সক্ষম করা হয়। পরবর্তী সময় ওই শিশুর এক জটিল রোগ হয়। ডিম্বাণু দাতার পরিচয় অজ্ঞাত থাকায় বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি। প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
Kolkata News: টালিগঞ্জের সিরিটি শ্মশানের সংস্কার
টালিগঞ্জের সিরিটি শ্মশানের সংস্কার। তৈরি হচ্ছে ২ টো নতুন ইলেকট্রিক চুল্লি, ১ টি কাঠের চুল্লি। কাটা হয়েছে একটি পুকুর, যেখানে সরাসরি গঙ্গার জল আসবে। ৬-৭ মাসের মধ্য়েই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কলকাতা পুরসভা।






















