এক্সপ্লোর
দিল্লিতে গ্রেফতার ভিবজিওর-কর্তা রাজা ভদ্র, আনা হল কলকাতায়

ফাইল ছবি
কলকাতা: অবশেষে পুলিশের জালে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান ভিবজিওরের কর্ণধার রাজা ভদ্র। পুলিশ সূত্রে খবর, বাজার থেকে বেআইনিভাবে অন্তত ৫০০ কোটি টাকা তোলার অভিযোগ ভিবজিওরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সংস্থার কর্ণধার রাজা ভদ্রর খোঁজ চলছিল। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল লুক আউট নোটস। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে গোপন সূত্রে খবর আসে দিল্লি হয়ে বিদেশে পালানোর চেষ্টা করছেন রাজা। সেইমতো, দিল্লি যান তদন্তেকারীরা। দিল্লি বিমানবন্দরে পাকড়াও করা হয় অভিযুক্তকে। তিন দিনের ট্রানজিট রিমান্ডে রাজাকে এদিন আনা হয় কলকাতায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















