Weather Report: শীতের আমেজ থাকলেও রাজ্যে বাড়ল তাপমাত্রা, ফের পারদ পতনের সম্ভাবনা কবে? জেনে নিন
মরশুমের শেষবেলায়, শীতের পারফরম্যান্স ভালোই। পারদ গত দু’দিনের তুলনায় ঊর্ধ্বমুখী হলেও, তা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।
সঞ্চয়ন মিত্র,কলকাতা: শীতের আমেজ বজায় থাকলেও, ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ফের উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরছে শীত।
শীত, শহরের ক্ষণিকের অতিথি৷ হাত পেতে নিয়ে চেটেপুটে তাই, কয়েকটা দিন শীত মেখে যাই ৷ মরশুমের শেষবেলায়, শীতের পারফরম্যান্স ভালোই। পারদ গত দু’দিনের তুলনায় ঊর্ধ্বমুখী হলেও, তা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। রবিবার থেকে ফের উত্তুরে হাওয়ার হাত ধরে নামতে পারে পারদ।
আগামিকাল, শনিবার শীতের আমেজে আবহাওয়া শুষ্ক থাকলেও, রবিবার রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির আশঙ্কা। রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে । হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কয়েকটি জেলাতেও বর্ষণের আশঙ্কা রয়েছে।