এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আয় বাড়াতে এবার মদ সরবরাহে রাজ্য
কলকাতা: রাজস্ব বাড়াতে নয়া উদ্যোগ নবান্নর। এবার থেকে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিতে সরকারই পৌঁছে দেবে মদ। এজন্য রাজ্য সরকারের অধীনে একটি কোম্পানিও গঠন করা হচ্ছে। দিশি ও বিলিতি দু’ধরনের মদেরই ডিস্ট্রিবিউটার হতে চলেছে নতুন এই কোম্পানি।
কেরল, তামিলনাড়ু ও ওড়িশায় আগে থেকেই চালু এই ব্যবস্থা। এই তিন রাজ্যে দেশি ও বিদেশি কোম্পানির কাছ থেকে পানীয় কিনে তা দোকানে দোকানে সরবরাহ করে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা। সেই পথে এবার হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গও।
রাজ্য সরকারের অধীনে ‘ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটিড’ নামে একটি সংস্থা গড়া হচ্ছে। বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকা। এবার থেকে দিশি ও বিলিতি মদ সরাসরি প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কিনে দোকানে সরবরাহ করবে ‘ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটিড’।
ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের অর্থসচিব। নবান্ন সূত্রে খবর, পদাধিকার বলে ‘ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটিড’-এর চেয়ারম্যান হবেন অর্থ দফতরের সচিব। আবগারি দফতরের সচিবকে করা হবে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর।
নতুন এই সংস্থা যাতে তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে, তারজন্য রাজ্যের প্রত্যেক জেলাশাসকের দফতরে গোডাউন তৈরির জন্য জমি দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। একবার জিএসটি চালু হয়ে গেলে একধাক্কায় অনেকটাই রাজস্ব আদায় কমবে রাজ্যের। তাই আয়ের বিকল্প পথ খুঁজতেই রাজ্য সরকারের এমন ভাবনা। মনে করছে ওয়াকিবহাল মহল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement