এক্সপ্লোর
দুর্গাপুজো উপলক্ষে চতুর্থী থেকেই পথে নামবে পুলিশ, চলবে সাদা পোশাকে নজরদারি, চালু হবে উৎসব অ্যাপ

কলকাতা: আর ক’দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অষ্টপ্রহরেই জনজোয়ারে ভাসবে তিলোত্তমা। তৈরি কলকাতা পুলিশও। পুজোর শহরকে নিরাপদ, নির্বিঘ্ন রাখতে তৎপর লালবাজার। এবার চতুর্থী থেকেই রাস্তায় থাকবে পুলিশের অতিরিক্ত বাহিনী। চলবে সাদা পোশাকে নজরদারি। পুজোর ক’দিন রাজপথে আছড়ে পড়বে জনসুনামি। তাই শারোদৎসবে কলকাতাকে সচল রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ। বড় পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় থাকবে ৪০টি অ্যাপ ক্যাব পয়েন্ট।বুকিংয়ের পর, এখান থেকেই ওলা, উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাবে ওঠা যাবে। বড় মণ্ডপের সামনে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও পার্কিং করা যাবে না। উড়ালপুলগুলিতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। থাকবে বাড়তি নজরদারি। উত্তর থেকে দক্ষিণ। পুজোয় প্রতিবারই দেখা যায় হেলমেটহীন বাইক আরোহীদের দৌরাত্ম্য। এবার শক্ত হাতে তার মোকাবিলা করবে পুলিশ।পুজোর দিনগুলিতে শহরকে যানজট মুক্ত রাখতে, মালবাহী গাড়ি ও অটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যে মোবাইল অ্যাপ্লিকেশনে ট্রাফিক সংক্রান্ত সব তথ্য মিলবে এদিন সেই ‘উৎসব’ অ্যাপের উদ্বোধন করেন পুলিশকর্তারা। সেরা পুজোর ঠিকানার পাশাপাশি কোথায় কোথায় সুলভ শৌচাগার রয়েছে, তারও হদিশ দেবে উৎসব অ্যাপ। ভিড়ে কেউ হারিয়ে গেলেও সহায়ক হতে পারে পুলিশের এই উৎসব অ্যাপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















