এবার বাংলা পারলে সামলা, ২০১৯ সালে বিজেপি শিক্ষা দেবে তৃণমূলকে: দিলীপ
কলকাতা: ত্রিপুরার গেরুয়া-ঝড় আছড়ে পড়ল বঙ্গ রাজনীতিতে। যা নিয়ে বাকযুদ্ধে আসরে নেমে পড়েছে দুই যুযুধান প্রতিপক্ষ-- তৃণমূল ও বিজেপি।
গত শনিবার ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতা দখল করে বিজেপি। যার পরই সেখানকার ভারপ্রাপ্ত নেতা সুনীল দেওধর সাফ জানিয়ে দেন, এবার তাঁদের টার্গেট বাংলা।
এই নিয়ে এদিন জবাব দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জেলায় জনসভা থেকে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে ‘হুঙ্কার’ দেন, ওদের টার্গেট বাংলা হলে তৃণমূলের টার্গেট লালকেল্লা। এদিন ‘দিল্লি চলোর’ ডাকও দেন তৃণমূলনেত্রী।
সময় নষ্ট না করেই তৃণমূলকে পাল্টা দেয় বিজেপিও। এদিনই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, সব রাজ্যেই জিতবে তাঁর দল। তিনি বলেন, সমস্ত রাজ্য জিতব, বাংলাও বাদ যাবে না। তাঁর পাল্টা হুঙ্কার, আমরা বলছি, এবার বাংলা পারলে সামলা। তিনি জানিয়ে দেন, ২০১৯ সালে বিজেপি শিক্ষা দেবে তৃণমূলকে।
ত্রিপুরা জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, সেখানে তিনি রাহুল গাঁধীকে জোটের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তিনি তা গ্রহণ না করায় বিজেপি জিতেছে। এর পাশাপাশি, সিপিএম বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে বলেও অভিযোগ করেন মমতা। এর জবাবে এদিন তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ। বলেন, হারের জন্য কখনও রাহুল গাঁধী, কখনও সিপিএমকে দোষ দিচ্ছেন তৃণমূলনেত্রী। তৃণমূল ত্রিপুরাতে তলানিতে ঠেকেছে। দিলীপ ঘোষের দাবি, সারা ভারতে বিজেপিকে আটকানোর দল নেই। বাংলা নিয়ে তিনি বলেন, আমাদের কার্যকর্তারা আমাদের বাংলা জেতাবেন।