এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় আলাপ, চাকরির ‘টোপ’ দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
কলকাতা: প্রথমে আলাপ। তারপর চাকরির টোপ। ইন্টারভিউয়ের নামে হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য বেনিয়াপুকুরে। চারজনের খোঁজে বেনিয়াপুকুর থানার পুলিশ।
হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট, বুধবার বেলা ১২টা নাগাদ হোটেলে ওঠেন চার ব্যক্তি। তরুণীর দাবি, চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানোয় সন্ধ্যায় ওই হোটেলে যান তিনি। অভিযোগ, ঘরে ঢোকার পর আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন চিত্তরঞ্জন পাত্র নামে এক ব্যক্তি।
ঘটনার পরই হোটেল ছাড়েন চারজন। রাতে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই তরুণী। তাঁর দাবি, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় চিত্তরঞ্জন পাত্র নামে এক ব্যক্তির। তিনি নিজেকে একটি সংস্থার আধিকারিক বলে পরিচয় দেন। তরুণীর প্রয়োজনের কথা জানতে পেরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার সন্ধেয় ইন্টারভিউয়ের জন্য আসতে বলা হয় বেনিয়াপুকুরের ওই হোটেলে।
হোটেলের ম্যানেজার ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এস সাহু নামে ওড়িশার বাসিন্দা এক ব্যক্তির সচিত্র পরিচয়পত্র দিয়ে হোটেলের ঘরটি বুক করা হয়। পরিচয় ও ঠিকানা আসল কিনা জানতে ওড়িশা রওনা হয়েছে বেনিয়াপুকুর থানার তদন্তকারী দল। অভিযুক্ত চিত্তরঞ্জন পাত্রর খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময় অন্যদের ভূমিকা।
এদিন শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হলেও অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়া যায়নি। নেওয়া হবে শুক্রবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement