এক্সপ্লোর
বিধাননগরে কালীপুজোয় ঠাকুর দেখানোর নামে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

কালীপুজোর দিন ঠাকুর দেখানোর নাম করে নিয়ে গিয়ে পরিচিত তরুণীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। বছর কুড়ির তরুণীর দাবি, কালীপুজোর দিন এলাকারই যুবক রতন দাসের সঙ্গে তিনি মোটরবাইকে চড়ে ঠাকুর দেখতে যান। অভিযোগ, এরপর সুকান্তনগরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বছর ২২-এর ওই যুবক তাঁকে ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। ৩১ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গতকাল রাতে সুকান্তনগরের নাওভাঙা নবপল্লি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















