এক্সপ্লোর
Advertisement
দেশ করোনা-মুক্ত, তবু চলবে কড়াকড়ি, ঘোষণা কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রকের
দেশে করোনা আটকাতে স্কুল-কলেজ বন্ধই থাকছে, সীমানায় গাড়ি ঢোকা-বেরনোর সময় কড়া চেকিংও চলবে। সেই সঙ্গে কোয়ারেন্টাইনও করা হবে করোনা-সন্দেহভাজনদের।
নম পেন: শেষ করোনা-রোগীও ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরলেন। করোনা-মুক্ত হল কম্বোডিয়া। যদিও সতর্ক থাকবে স্বাস্থ্য দফতর, ঘোষণা মন্ত্রকের।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশ করোনা-মুক্ত হলেও আপাতত কড়াকড়িতে কোনও ছাড়ছোড় নয়। দেশে করোনা আটকাতে স্কুল-কলেজ বন্ধই থাকছে, সীমানায় গাড়ি ঢোকা-বেরনোর সময় কড়া চেকিংও চলবে। সেই সঙ্গে কোয়ারেন্টাইনও করা হবে করোনা-সন্দেহভাজনদের।
কম্বোডিয়ায় মোট ১২২ জন করোনা আক্রান্ত ছিল। তারা সুস্থও হয়ে উঠেছে। দেশে করোনা-মৃত্যু হয়নি কারও।
শনিবার এক লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দেখানো হয়, ৩৬ বছর বয়সী এক কম্বোডিয়ান মহিলা পম পেনের এক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাকে সকলের সামনে হাজির করা হয় ওই লাইভস্ট্রিমিং-এর মাধ্যমে।
কম্বোডিয়ায় শেষ করোনা ধরা পড়েছিল ১২ এপ্রিল। জানুয়ারি মাস থেকে প্রায় ১৫ হাজার লোকের উপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement