এক্সপ্লোর
Advertisement
চিন মাস্ক, পিপিই মজুত করে চড়া দামে বেচছে, ভারত, ব্রাজিল সহ একাধিক দেশের যথেষ্ট নেই! বিস্ফোরক অভিযোগ মার্কিন বাণিজ্য কর্তার
নাভারোর দাবি, খোদ চিন সরকারের অন্তঃশুল্ক ইউনিয়নের তথ্যপ্রমাণ হাতে পেয়েছি যে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রয়োজনের ১৮ গুণ বেশি মাস্ক কিনেছে, সংখ্যায় যা ২ বিলিয়নের বেশি। গগলস, গ্লাভসের পিছনেও বেশি খরচ করেছে তারা।
ওয়াশিংটন:চিনের বিরুদ্ধে মাস্ক, পিপিই সামগ্রী মজুত, কালোবাজারির মারাত্মক অভিযোগ আনলেন হোয়াইট হাউসের ট্রেড ও ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত ডিরেক্টর পিটার নাভারো। তাঁর দাবি, আমেরিকার কাছে প্রমাণ আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে চিন প্রয়োজনের তুলনায় ১৮ গুণ বেশি মাস্ক, পার্সনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) কিনেছে, যেগুলি এখন চড়া দামে বিক্রি করছে। ফক্স বিজনেস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, একদিকে ভাইরাসের কথা গোপন করেছে, অন্য়দিকে সব জায়গা থেকে যত পেরেছে পিপিই তুলেছে। চিন প্রচুর পরিমাণে মজুত করার ফলেই ইউরোপ, ভারত, ব্রাজিল সহ বিশ্বের একাধিক দেশের কাছে যথেষ্ট পিপিই নেই।
নাভারোর দাবি, খোদ চিন সরকারের অন্তঃশুল্ক ইউনিয়নের তথ্যপ্রমাণ হাতে পেয়েছি যে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রয়োজনের ১৮ গুণ বেশি মাস্ক কিনেছে, সংখ্যায় যা ২ বিলিয়নের বেশি। গগলস, গ্লাভসের পিছনেও বেশি খরচ করেছে তারা। তিনি বলেন, চিন শুধু মজুতই করেনি, চড়া দামে বিক্রিও করছে। নাভারোর কথায়, পিছনের দরজা দিয়ে তারা এমন দামে এসব বেচছে, যা লজ্জাজনক।
এসব কার্য্যকলাপের তদন্ত হওয়া দরকার বলে অভিমত জানান নাভারো। বলেন, যে দেশ নিজেদের একটা আন্তর্জাতিক শৃঙ্খলার অঙ্গ বলে দাবি করে, সেখানে তাদের এমন আচরণ ঠিক নয়।
নাভারোর অভিমত, এ থেকে যে বড় শিক্ষাগুলি নেওয়া উচিত, তার অন্য়তম হল আমেরিকাকে তার নিজের প্রয়োজন মেটাতে ওষুধপত্র, মেডিকেল সামগ্রী ও যন্ত্রপাতির উত্পাদন বাড়াতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement