এক্সপ্লোর
Advertisement
পরপর ৩ দিন ১০০ ছাড়াল সংক্রমিতের সংখ্যা, চিনে নতুন করে করোনা আক্রান্ত ১২৭ জন
বৃহস্পতিবার পর্যন্ত চিনে নিশ্চিতভাবে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮৪,২৯২ ছুঁয়েছে, এঁদের মধ্যে ৬৮৪ জনের এখনও চিকিৎসা চলছে।
বেজিং: নতুন করে ১২৭ জনের করোনা ধরা পড়েছে। জানাল চিন সরকার। এই নিয়ে পরপর তিনদিন ১০০-র ওপর লোকের করোনা ধরা পড়ল। এবার এই মারণ রোগ ছড়াচ্ছে মূলত উইঘুর মুসলমান অধ্যুষিত প্রদেশ জিংজিয়াংয়ে।
চিনের ন্যাশনাল হেলথ কমিশন বা এনএইচসি জানিয়েছে, এই ১২৭ জনের মধ্যে ১২৩ জনের সংক্রমণ ঘটেছে স্থানীয়ভাবে। জিংজিয়াংয়ে ১১২ জনের স্থানীয়ভাবে সংক্রমণ ঘটেছে, বাকি ১১ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন লিয়াওনিং প্রদেশে। গত ডিসেম্বরে মধ্য চিনের ইউহান শহরে প্রথম করোনা ধরা পড়ে। মাসকয়েক পর প্রকোপ কমে যায় এই রোগের। কিন্তু আবার পরপর তিনদিন সংক্রমিতের সংখ্যা ১০০ পেরিয়ে গেল।
এনএইচসি জানিয়েছে, অসুস্থদের ২৪৬ জনের শরীরে কোনও লক্ষণ নেই। এঁদের মধ্যে ৯৩ জন মূল চিন ভূখণ্ডের বাইরে থাকেন। এঁদের নজরে রেখেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার এই রোগে কারও মৃত্যু হয়নি। সাংহাইয়েরও একজনের করোনা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার পর্যন্ত চিনে নিশ্চিতভাবে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮৪,২৯২ ছুঁয়েছে, এঁদের মধ্যে ৬৮৪ জনের এখনও চিকিৎসা চলছে। ৪১ জনের অবস্থা আশঙ্কাজনক। ৭৮,৯৭৪ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই রোগে মারা গিয়েছেন ৪,৬৩৪ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement