CJI BR Gavai: দেশের নতুন প্রধান বিচারপতি হলেন বিআর গাভাই, 'কঠোর পরিশ্রম আর দরিদ্রদের পাশের দাঁড়ানোর পুরস্কার', প্রতিক্রিয়া মায়ের
Chief Justice of India: কমলতাই গাভাই বলেন, "একজন মা হিসেবে আমি চেয়েছিলাম এবং আশা করেছিলাম আমার সন্তানরা তাদের বাবার পথ অনুসরণ করবে'

নয়া দিল্লি: দেশের নতুন প্রধান বিচারপতি হলেন বিআর গাভাই। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন সঞ্জীব খান্না। আর এদিন দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি বিআর গাভাই নামে পরিচিত।
পিটিআই সূত্রে বলা হয়েছে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিআর গাভাইয়ের মা কমলতাই গাভাই বলেন যে তিনি মনে করেন তার ছেলে তার নতুন পদের প্রতি পূর্ণ ন্যায়বিচার করবেন। বিচারপতি গাভাই মহারাষ্ট্রের অমরাবতী জেলার বাসিন্দা এবং বিহার, কেরালা এবং সিকিমের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত আরএস গাভাইয়ের ছেলে, যিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ারও নেতা ছিলেন।
কমলতাই গাভাই বলেন, "একজন মা হিসেবে আমি চেয়েছিলাম এবং আশা করেছিলাম আমার সন্তানরা তাদের বাবার পথ অনুসরণ করবে এবং সমাজের সেবা করবেন, সকলকে সম্মান করবেন এবং তাদের প্রতি ন্যায়বিচার করবেন। আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দ ও আনন্দের মুহূর্ত। কারণ খুব অল্প বয়স থেকেই কঠিন পরিস্থিতিতে এবং বিভিন্ন সমস্যা কাটিয়ে ওঠার পর কঠিন পরিশ্রম করে সে এত উচ্চ পদে পৌঁছেছে।'
তিনি এও বলেন, "এখন পর্যন্ত তিনি যে পদেই অধিষ্ঠিত থাকুন না কেন, তিনি সেগুলির প্রতি ন্যায়বিচার করেছেন। আমার মনে হয় তিনি প্রধান বিচারপতির পদের প্রতিও ন্যায়বিচার করবেন। প্রচুর সমাজসেবামূলক কাজ করেন এবং দাতব্য কাজ করেন। তিনি অনেক অভাবী মানুষকে আর্থিক সহায়তা প্রদান এবং তাদের হাসপাতালের খরচ বহন করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি মনে করি দরিদ্র ও অভাবীদের প্রতি তার সেবার জন্য সে একটি পুরস্কার পেয়েছে।'
মঙ্গলবার আনুষ্ঠানিক অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সকালে তিনি আদালতের ‘সেরিমনিয়াল বেঞ্চ’-এ তাঁর শেষ ভাষণ দেন। এরপরই তিনি গাভাইকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর কথায়, “গাভাইয়ের মতো একজন সৎ প্রধান বিচারপতিকে পেয়ে দেশ আপ্লুত। তিনি মৌলিক অধিকার এবং বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন।”


















